• ঢাকা
  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯ চৈত্র ১৪৩০, ২২ রমজান ১৪৪৬

কিশোরের নিন্দনীয় অঙ্গভঙ্গি, রাগে অগ্নিশর্মা মালাইকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০২:৪৫ পিএম
কিশোরের নিন্দনীয় অঙ্গভঙ্গি, রাগে অগ্নিশর্মা মালাইকা
অভিনেত্রী মালাইকা অরোরা। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। একটি নাচের রিয়েলিটি শোয়ে রেমো ডি’সুজার সঙ্গে বিচারকের আসনে ছিলেন তিনি। মঞ্চে এক ১৬ বছরের কিশোর প্রতিযোগী মালাইকাকে দেখে সে মাত্রাতিরিক্ত উৎসাহী হয়ে যায়।

সেই কিশোর নাচতে নাচতে মালাইকার উদ্দেশ্যে চুম্বন ছুড়ে দেয়। জানতে চান, ‘চোখের ইশারা করে’। সঙ্গে সঙ্গে প্রতিবাদে ফেটে পড়েন নায়িকা। রাগে অগ্নিশর্মা হয়ে ক্যামেরার সামনে বকাবকি শুরু করে দেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনরাও কিশোরের এমন আচরণ নিয়ে সমালোচনা করেন।

কী কারণে তিনি এতদিন সে দিন অত রেগে গিয়েছিলেন মালাইকা এই নিয়ে শুক্রবার (২১ মার্চ) এক সংবাদ মাধ্যমে মুখ খুললেন ‘হিপহপ ইন্ডিয়া’ দ্বিতীয় সিজনের বিচারক মালাইকা।

অভিনেত্রীর ভাষ্য, ‘আমরাও নাচকে জীবন্ত করতে অভিনয় করি। উড়ন্ত চুম্বন দিই। চোখের ইশারাও করি। কিন্তু সে দিন ছেলেটি একটু বেশিই করছিল। মাত্র ১৬ বছরের এক কিশোরকে কি এই আচরণ মানায়?’

তিনি আরও বলেন, ‘শুরু থেকেই কিশোরের হাবভাব অন্যরকম ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত সে আমার চোখে চোখ রেখে নেচেছে। সঙ্গে নিন্দনীয় অঙ্গভঙ্গি। যা মালাইকাকে অস্বস্তিতে ফেলে দেয়। তাই কিশোরের পারফর্ম্যান্স শেষ হতেই তিনি তার মায়ের যোগাযোগ নম্বর জানতে চান। কিশোরের আচরণের সমালোচনা করেন।’

সাক্ষাৎকারে অবশ্য প্রকৃত ঘটনা জানানোর পাশাপাশি প্রতিযোগীর প্রশংসাও করেন তিনি। জানান, কিশোরের নাচ নিখুঁত। সেখানে কোনো ফাঁকি নেই। সুযোগ পেলে ওই কিশোর আগামী দিনে অনেক বড় নৃত্যশিল্পী হবে-এমনটাও বলেন এ নায়িকা।

Link copied!