• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

ঈদ উৎসবে ‘প্রিয় প্রিয়সিনী’ হয়ে আসছেন তটিনী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ১২:০২ পিএম
ঈদ উৎসবে ‘প্রিয় প্রিয়সিনী’ হয়ে আসছেন তটিনী
অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ছবি: সংগৃহীত

ঈদ উৎসবে ‘প্রিয় প্রিয়সিনী’ হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। প্রিয় প্রিয়সিনী শিরোনামের নাটকে তটিনীর বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান।

নাটকটিতে জোভান অভিনয় করেছেন প্রবাসী ইকবালের চরিত্রে। যিনি ৩ মাসের ছুটি নিয়ে গ্রামে এসেছেন বিয়ে করার জন্য। কিন্তু শিল্পী নামের যে পাত্রীকে ইকবালের পছন্দ হয়েছে, তার পরিবার বিয়ের পর ইকবালের বিদেশ চলে যাওয়ার বিষয়টি মানতে নারাজ। পারিবারিক এই বিয়েকে কেন্দ্র করে এগিয়ে চলে নাটকটির গল্প।

ঈদের এই বিশেষ নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্পটির সঙ্গে অবিবাহিত প্রবাসীদের প্রায় সবার জীবনেরই ছায়া রয়েছে। কারণ প্রবাসীরা এমন জটিলতায় প্রায় সবাই পড়েন। তবে এখানে সেই জটিলতা ছাড়াও নিখাদ প্রেমের একটা দারুণ গল্প রয়েছে।’ ঈদে সিএমভির ব্যানারে মুক্তি পাবে নাটকটি।

বিজ্ঞাপন দিয়ে মিডিয়াতে কাজ করা শুরু করেন তটিনী। ছোট পর্দায় কয়েকটি নাটক করেই তিনি দর্শক গ্রহণযোগ্যতা অর্জন করেন।

অভিনেত্রীর উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘বহিরাগত’, ‘সময় সব জানে’, ‘নির্বাসিতা’, ‘সুহাসিনী’, ‘হঠাৎ বৃষ্টি’, ‘সুইট কাপল’, ‘ও আমায় ভালোবাসেনি’, ‘বাঁচিবার হলো তার সাধ’, ‘অবশেষে’, ‘দূরত্ব’, ‘টাকার নেশা’, ‘চাঁটগাইয়া হেডম’, ‘শর্টকাট লাভ স্টোরি’, ‘শেষ ঘুম’, ‘লাস্ট নাইট’, ‘অগ্নিগিরি’ ইত্যাদি।

Link copied!