কারিনা কাপুর খান। বলিউড তারকা অভিনেত্রী । দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। অভিনয়ের জন্য ভক্ত-অনুরাগীদের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি যশ-খ্যাতিও অর্জন করেছেন। কাপুর পরিবারের অন্যতম সদস্য কারিনাও শুটিং সেটে এক নারীর হাতে থাপ্পড় খেয়েছিলেন। আর সেই নারী অন্য কেউ নন, অভিনেতা ববি দেওলের স্ত্রী তানিয়া।
সিয়াসাত ডটকমের তথ্যমতে, ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘আজনবী’ সিনেমার শুটিং সেটে কারিনা কাপুর থাপ্পড় খেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ইন্ডাস্ট্রিতে নতুন হওয়ায় ববি দেওলের স্ত্রী তানিয়া পোশাক তৈরিতে বিপাশা বসুকে সাহায্য করেন। সেইসময় থেকেই ঝগড়ার সূচনা। কারিনার মা ববিতা কাপুর তানিয়ার সম্পৃক্ততা পছন্দ করেননি। তারপরও তানিয়া তার অবস্থান থেকে সরেননি; যা কারিনার পছন্দ হয়নি। ফলে তানিয়া-কারিনার ঝগড়া আরো তীব্র হয়। এরপর কারিনাকে থাপ্পড় মারেন তানিয়া।
তানিয়ার সঙ্গে সৃষ্ট জটিলতা নিয়ে এক সাক্ষাৎকারে কারিনা কাপুর খান বলেছিলেন, “ববির স্ত্রী তানিয়ার সঙ্গে একটা সমস্যা হয়েছিল। সে আমার মায়ের সঙ্গে ঠিক আচরণ করতেন না। আর বিষয়টি আমিও পছন্দ করতাম না। তবে ববির সঙ্গে আমার কোনো সমস্যা নেই।”
২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন কারিনা কাপুর খান। অভিষেক সিনেমায় অভিনয় করেই ঘরে তুলেছিলেন ফিল্মফেয়ার পুরস্কার। আগামী বছর অভিনয় ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করবেন এই অভিনেত্রী।
কারিনা কাপুর অনেক দিন ধরে সিনেমায় নিয়মিত নন। স্বামী-সন্তানদের নিয়েই অধিক ব্যস্ত সময় পার করেন। অভিনয় করছেন না, ঠিক তাও নয়। তবে সংখ্যায় খুব কম। চলতি বছরের ২৯ মার্চ মুক্তি পায় তার অভিনীত ‘ক্রু’ সিনেমা। এটি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। গত ১ নভেম্বর মুক্তি পায় ‘সিংহম এগেন’। এটি কারিনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা।