ভক্তদের দুঃসংবাদ দিলেন তামান্না-বিজয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৯:৪১ এএম
ভক্তদের দুঃসংবাদ দিলেন তামান্না-বিজয়
বিজয় ও তামান্না

দক্ষিণ ভারতীয় তারকা জুটি তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার প্রেম তো শুধু ভারত নয়, অনেক দেশের তাদের ভক্তদের আলোচনায় ছিল তুঙ্গে। নিজেদের সম্পর্ক কোনো দিনই গোপন রাখেননি এই তারকাযুগল। রেস্তোরাঁ থেকে সিনেমার পার্টি, সর্বত্রই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করতে দেখা যেত তাদের।

কয়েক দিন আগেই এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছিলেন, আগামী বছরই বিয়ে করতে চলেছেন তিনি। এসবের মাঝেই নতুন খবর, পথ আলাদা হয়েছে দুই তারকার। বিচ্ছেদের পথে হেঁটেছেন তামান্না-বিজয়।  

এই খবর সামনে আসার পর থেকে রীতিমতো মাথায় হাত এজুটির ভক্তদের।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিয়ের গুঞ্জনের মধ্যেই বিচ্ছেদের খবর শোনালো তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা।

জানা গেছে, কয়েক সপ্তাহ আগেই নাকি ঘটেছে এ ঘটনা। নিজেদের সম্পর্ককে আর এগিয়ে নিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছন বিজয় ও তামান্না। এখন থেকে নাকি তারা শুধুই ভালো ‘বন্ধু’।

తమన్నా, విజయ్ వర్మ బ్రేకప్‌ ...

এদিকে কয়েক মাস আগেও তাদের বিয়ে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিয়ের পরের কথা ভেবে মুম্বাইয়ে নাকি বাড়িও খোঁজা শুরু করেছিলেন তারা। কিন্তু এবার শোনা যাচ্ছে সম্পর্কই নেই তাদের।

আপাতত দুজনেরই ফোকাস ক্যারিয়ারে। যদিও বিচ্ছেদের কারণ এখনো জানা যায়নি। এমনকি তামান্না ও বিজয় তাদের বিচ্ছেদের গুঞ্জনেও কোনো প্রতিক্রিয়া জানাননি।

তারকা জুটির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তারা যৌথভাবে প্রেম ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বন্ধুত্বে কোনো প্রভাব পড়বে না।  

সুজয় ঘোষের পরিচালনায় এই অ্যান্থলজিতেই প্রথমবার পর্দায় একসঙ্গে আসেন বিজয় ও তামান্না। এই কাজ করতে গিয়েই কাছাকাছি আসেন দুজন। এরপর নানা জল্পনা-কল্পনার পর ২০২৩ সালে বিজয় বর্মার সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন তামান্না।  তিনি জানিয়েছিলেন, ‘লাস্ট স্টোরিজ টু’-এ একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা।

Link copied!