• ঢাকা
  • সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩০, ৯ রমজান ১৪৪৫

থালাপতির ইফতার পার্টি, ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০১:৫৬ পিএম
থালাপতির ইফতার পার্টি, ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া
ইফটার পার্টিতে থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয় এখন শুধুমাত্র অভিনেতা নন। তিনি রাজনীতিতেও পা রেখেছেন। সিনেমার পর্দা থেকে বিদায় নিয়ে সমাজে মানুষের জন্য কাজ করতে চান তিনি, আর সেই লক্ষ্যে গঠন করেছেন একটি রাজনৈতিক দল।

টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, শুক্রবার (৭ মার্চ) চেন্নাইয়ে অনুষ্ঠিত হয় রমজান উপলক্ষে বিজয়ের রাজনৈতিক দলের পক্ষ থেকে আয়োজিত এক বিশাল ইফতার পার্টি। বিশেষ এই আয়োজনে পুরোপুরি ইসলামী পোশাকে উপস্থিত হন থালাপতি বিজয়। সাদা পোশাক ও টুপি পরে করে অনুষ্ঠানে অংশ নেন তিনি, এবং মোনাজাতেও অংশগ্রহণ করেন।

ইফতারের আয়োজনে উপস্থিত ছিলেন রাজনীতি ও চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা, পাশাপাশি চেন্নাইয়ের ১৫টি মসজিদের ইমামও আমন্ত্রিত ছিলেন। তিন হাজার মানুষের এই ইফতার আয়োজনে বিজয় ছিলেন অত্যন্ত বিনয়ী এবং সবাইকে তার উপস্থিতির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন।

এছাড়া, জানা গেছে যে, বিজয় সেদিন রোজা রেখেছিলেন এবং ইফতারের আগমুহূর্তে মোনাজাতও করেছিলেন। এই আয়োজনের একটি ভিডিও এএনআই তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শেয়ার করলে, সেটি নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকেই তার উদ্যোগের প্রশংসা করেছেন, তবে কিছু সমালোচনাও উঠেছে।

আগামী ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের রাজনৈতিক দল ‍‍`তামিলাগা ভেত্রি কাজাগাম‍‍` (টিভিকে) অংশ নিতে পারে, এবং বিজয় এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন। 

Link copied!