বাংলা ইতিহাস নিয়ে নির্মিত চলচ্চিত্রের মধ্যে ‘জীবন থেকে নেয়া’ একটি। ঐতিহাসিক এই চলচ্চিত্রটি জহির রায়হান নির্মিত। যা ১৯৭০ সালের এপ্রিলে মুক্তি পায়।
তৎকালীন বাঙালি স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয়েছে সামাজিক এই চলচ্চিত্রে। তাই বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবির এই চলচ্চিত্রকে ‘বাংলাদেশের প্রথম জাতীয়তাবাদী বিপ্লবী চলচ্চিত্র’ বলে অভিহিত করেছিলেন।
বিশেষ এই সিনেমাটিকে নিয়ে ‘নেপথ্যের গল্প’ প্রচার করেছে বেসরকারি টিভি স্টেশন চ্যানেল আই। সোমবার (২০ ফেব্রুয়ারিন বিকালে প্রচার করা হয় সিনেমাটি। চ্যানেলটির গণমাধ্যম মুখপাত্র হাবিবুল হুদা পিটু জানান, আবদুর রহমানের উপস্থাপনায় এ বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন চলচ্চিত্র বিশ্লেষক চীন্ময় মুৎসুদ্দী। একই দিনে দেখানো হয়েছে কালজয়ী সিনেমাটি।
ছবিটিতে অভিনয় করেছিলেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল, আনোয়ার হোসেন প্রমুখ।
এই ছবিতে আমার সোনার বাংলা গানটি ধারণ করা হয়েছিল, যা পরবর্তীকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি লাভ করে। এটি ছিলো জহির রায়হান নির্মিত শেষ কাহিনি চিত্র।