
জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। অনেকদিন ধরেই সিনেমা থেকে দূরে আছেন। তবে অন্যান্য ব্যস্ততার মাঝে কাটছে তার দিনকাল। নিয়মিত ভিন্ন রূপ-সাজে নিজেকে মেলে ধরছেন। সেসব ছবি, ভিডিও স্যোশাল মিডিয়ায় প্রেকাশ করে মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছেন ভক্তদের মাঝে। শুক্রবার (২১ মার্চ) অপুকে ফটোশুটে দেখা গেল নতুক এক রূপে।

জুয়েলারির একটি ফটোস্যুটে অনন্য এক অপুকে দেখাগেল। তার পেছনে ঘোড়া, পরনে কালো শাড়ি, গলায় নতুন গহনা, দাড়িয়ে আছেন সাবলীল অঙ্গভঙ্গিতে। জুয়েলারির এই থিমে অপুকে দেখে মুগ্ধ হয়ে যে কেউ বলবে নতুন এক অপু।

শুক্রবার (২১ মার্চ) বিকালে অপু তার ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করেন। শুধু তার শাড়িতে চোখ ধাঁধাননি অপু বিশ্বাস, অনেকের নজর আটকেছে নায়িকার অলংকারেও। গলায় ডায়মন্ডের নেকলেসে ছিল সিলবার ও সবুজের আবহ। যা অপরূপা করেছে এই নায়িকাকে।
শুধু তাই নয়, এই ছবিগুলোর সঙ্গে এক শক্তিশালী বার্তা জুড়ে দেন অপু বিশাস। ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ স্পেশাল ওয়ার্ক’।