• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

পিয়ানোর ছন্দের তালে বাকিটা জীবন পার করতে চান তাহসান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০১:০১ পিএম
পিয়ানোর ছন্দের তালে বাকিটা জীবন পার করতে চান তাহসান
তাহসান খান ও রোজা আহমেদ। ছবি: সংগৃহতি

জানপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান সিঙ্গেল লাইফের অবসান ঘটিয়ে অবশেষে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন । পাত্রী যুক্তরাষ্ট্রে পড়াশুনা করা রূপসজ্জাকর (মেকআপ আর্টিস্ট) রোজা আহমেদ।

এই খবর অবশ্য তাহসানের মুখ থেকে এখনও প্রকাশ হয়নি। যদিও দিনভর (শনিবার) এ নিয়ে জল্পনা চলেছে তাদের হলুদসন্ধ্যা থেকে ফাঁস হওয়া কিছু ছবি ধরে। অবশেষে সন্ধ্যায় তাহসান খান জানান দিলেন। যদিও সেটা মুখফুটে নয়, বরং আশ্রয় নিলেন ছবি ও গানের।

রোজার সঙ্গে একটি ‘বর-কনে’ ঘরানার ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করে তাহসান লিখেছেন- গানের চরণে স্পষ্ট, তাহসান চাইছেন তার তোলা পিয়ানোর ছন্দের তালে রোজার নাচের মুদ্রায় বাকিটা জীবন পার করতে চান আনন্দে। সঙ্গে ছবিটিও প্রমাণ করছে, বিয়ের সানাই বেজেছে ততক্ষণে।

পোস্টের নিচে মন্তব্য করেছেন তাহসানের ভক্ত-অনুরাগীরা। এক ভক্ত লিখেছেন, ‘পারফেক্ট তাহসান ভাই! এমন ভালো কাউকে খুব দরকার ছিল। লাইফ কালারফুল হোক।’ আরেকজন লিখেছেন, ‘অভিনন্দন! সুখ ছুঁয়ে যাক দাম্পত্যে।’ তাহসানের আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘দুজন মিলে খুব ভালো থাকুন। অনেক অনেক ভালোবাসা।’

এই পোস্ট দেয়ার ৪৫ মিনিটের মাথায় শেয়ার হয়েছে ৪৩ হাজার আর মন্তব্য পড়েছে প্রায় ৬৮ হাজার! যা রীতিমতো অবিশ্বাস্য।

জানা গেছে, রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজা’স ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জার প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।

তাহসান খানের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। লম্বা প্রেমের পর ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ২০১৩ সালের ৩০ জুলাই কন্যাসন্তান আইরার মা–বাবা হন। ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তারা।

Link copied!