• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

স্থগিত সেলিব্রেটি ক্রিকেট লিগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩, ১২:৩০ পিএম
স্থগিত সেলিব্রেটি ক্রিকেট লিগ
সিসিএল এর ম্যাচে অপ্রীতিকর ঘটনার জেরে সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত টুর্নামেন্ট সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে সিসিএল এর ম্যাচে অপ্রীতিকর ঘটনার জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সিসিএল আয়োজক কমিটি।

সিসিএলে অপ্রীতিকর ঘটনার প্রসঙ্গে প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘‘ঘটনার পিছনে রাজ কিংবা দীপন—কেউই দায়ী না। ঘটনার তদন্তে জানা গেছে, তারা কিছু সমর্থককে দলের জার্সি দিয়েছিলেন। তাদের কারণেই এ ঘটনা ঘটেছে।’’

আয়োজকরা জানিয়েছে, ঘটনাটি এক মিনিটেরও কম সময়ে ঘটেছে। মাঠে থাকা ক্যামেরা ও বিভিন্ন চ্যানেলের ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৩-৫ জনের বিরুদ্ধে মামলা করেছে আয়োজকরা।

এ সময় দীপঙ্কর দীপন সংবাদকর্মীদের উদ্দেশে বলেন,  ‘‘মারামারির যে ঘটনাটি ঘটেছে এটা সাংস্কৃতিক সমাজের প্রতিফলন নয়। আমাদের টিমের কেউ মারামারিতে জড়ায়নি। যে চার পাঁচজন শনাক্ত করা হয়েছে, তারা আমাদের ওপর এসে হামলা করেছে। আমরা সবাইকে অনুরোধ করবো, ‘সেলিব্রেটি লিগে মারামারি’ এই বাক্যটি লেখবেন না। লেখার আগে প্রত্যেকটা ভিডিও ফুটেজ দেখে নেবেন। কেউ মারামারি করেনি। কিছু মানুষ মারতে এসেছিলো, বাকি সবাই ঠেকিয়েছে। এমনকি রাজের টিমের সদস্যরাও ঠেকিয়েছে।’’

নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, ‘‘অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি লজ্জিত এবং দুঃখিত। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, বিশেষ করে আমার টিম থেকে- তাদের পক্ষ থেকেও আমি লজ্জিত। এ বিশৃঙ্খলায় যারা সম্পৃক্ত, তাদের চিহ্নিত করে শাস্তিমূলক একটা ব্যবস্থা করেছে আয়োজক কমিটি। এতে আমাদের কোনো দ্বিমত নেই।’’

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) শুরু হয় ‘সেলিব্রেটি ক্রিকেট লীগ’। প্রায় দু সপ্তাহ প্র্যাকটিস শেষে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে থেকে শুরু হওয়া এই আয়োজনের পর্দা নামার কথা ছিল শনিবার (৩০ সেপ্টেম্বর)। সেলিব্রেটি ক্রিকেট লিগে (সিসিএল) মোট আটটি দলে ভাগ হয়ে অংশ নিয়েছেন শোবিজের কলাকুশলীরা। প্রতি দলে নারী ও পুরুষ তারকা শিল্পীরা ছিলেন। এই দলগুলোর নেতৃত্বে ছিলেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

Link copied!