মারা গেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেত্রী শেলি স্মিথ। ‘দ্য অ্যাসোসিয়েটস’ এবং ‘ফর লাভ অ্যান্ড অনার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেছিলেন ১৯৭০ দশকের সুপার মডেল শেলি। গত ৮ আগস্ট মৃত্যু হয়েছে এই সুপার মডেলের। মৃত্যুকালে ৭০ বছর বয়স হয়েছিল শেলির। শেলি স্মিথের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন তার স্বামী মাইকেল ম্যাগুইর।
শেলি প্রসঙ্গে তার স্বামী মাইকেল বলেন, “তিনি মানুষকে সাহায্য করতে পছন্দ করতেন। সে আমাকেও সাহায্য করেছিল। আমাকে আমার থেকেও অনেক ভালো মানুষ করে তুলেছে সে। আমাদের বিয়ে ছিল খুবই দুর্দান্ত। আমি জানি না তাকে ছাড়া কিভাবে এগিয়ে যেতে হবে। তবে এতটুকু জানি যে, আমাদের একটি অবিশ্বাস্য সম্পর্ক ছিল এবং এটি বিশুদ্ধ ছিল।”
ভ্যারাইটি ম্যাগাজিনের এক প্রতিবেদনে জানানো হয়, কয়েক দিন আগেই কার্ডিয়াক অ্যারেস্ট হয় শেলি স্মিথের। এর কিছুদিন পর মঙ্গলবার (৮ আগস্ট) হলিউড প্রেসবিটারিয়ান হাসপাতালে মৃত্যু হয় তার। ত্যুকালে সন্তান ও স্বামীকে রেখে গেছেন শেলি স্মিথ।