বলিউড অভিনেত্রী জ্যাকুলিন বলেছেন সুকেশ তার জীবন নষ্ট করেছেন। বুধবার (১৮ জানুয়ারি) দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে ২০০ কোটি রুপি তছরুপের মামলায় হাজিরা দিয়ে এ অভিযোগ করেন তিনি।
২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় এক বছর ধরে আইনি জটিলতা সামলাচ্ছেন জ্যাকুলিন, ইডির দাবি সুকেশের অতীত ও পেশা জেনেই ‘নিজ স্বার্থে’ সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। তবে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে দেওয়া বিবৃতিতে জ্যাকুলিন বলেছেন ভিন্ন কথা।
জ্যাকুলিন আদালতে বলেন, “সুকেশ তাকে বিভ্রান্ত করেছেন, তার ক্যারিয়ার নষ্ট করেছেন।”
এ সময় জ্যাকুলিন জানিয়েছেন সুকেশ তার সঙ্গে দেখা করেন একজন সরকারি কর্মকর্তা হিসেবে।
জ্যাকুলিন আরও বলেন, “সুকেশ নিজেকে সান টিভির মালিক হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং দাবি করেছিলেন যে জে জয়ললিতা তার আত্মীয়। চন্দ্রশেখর বলেছিলেন তিনি আমার একজন অনুরাগী এবং আমাকে বলেছিলেন দক্ষিণ ভারতেও সিনেমা করা উচিত আমার। বলেছিলেন সান টিভির অনেকগুলো প্রকল্প রয়েছে। আমাদের দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে একসঙ্গে কাজ করার চেষ্টা করা উচিত।”
জেল থেকে ফোন করার প্রসঙ্গে জ্যাকুলিন আদালতকে জানিয়েছেন, তিনি কখনো বলেননি যে জেল থেকে ফোন করছেন। আর ভিডিও কলের ব্যাকগ্রাউন্ড দেখেও মনে হয়নি সেই ফোন জেল থেকে করা। পেছনে সোফা আর পর্দা দেখা যেত। জ্যাকুলিন আরও দাবি করেন ৮ আগস্ট ২০২১-এর পর তার আর সুকেশের সঙ্গে কথা হয়নি।
ভারতের ধনকুবের সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতা ও ২০০ কোটির প্রতারণা মামলায় দীর্ঘদিন ধরে তদন্ত চলছে বলিউড তারকা জ্যাকুলিনকে নিয়ে। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে পদে পদে নাম জড়িয়েছে এই অভিনেত্রীর।
সরকারি আধিকারিক সেজে একাধিক ব্যক্তির থেকে টাকা হাতিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এই মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন সুকেশ এবং তার স্ত্রী লীনা মারিয়া পল। এরপরই সুকেশের সঙ্গে ঘনিষ্ঠতার সংবাদ প্রকাশ্যে আসে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস