• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

হঠাৎ হাসপাতালে কিয়ারা, কী হয়েছে অভিনেত্রীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৫:৫১ পিএম
হঠাৎ হাসপাতালে কিয়ারা, কী হয়েছে অভিনেত্রীর
বলিউড অভিনেত্রী কিয়ারা আডবানী। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কিয়ারা আডবানী। শনিবার (৪ জানুয়ারি) সকালে হঠাৎ করেই হাসপাতালে গেলেন । সূত্রের খবর, কিয়ারা হাসপাতালে যাওয়ার কারণে বাতিল হয়েছে তার নতুন সিনেমা ‘গেম চেঞ্জার’-এর সব প্রচার অনুষ্ঠান। কিয়ারার মুখপাত্র তরফ থেকে জানানো হয়েছে, ‘হাসপাতালে ভর্তি হননি কিয়ারা। কাজের চাপ বাড়ায়, হঠাৎ করে দুর্বল অনুভব করেন তিনি। সেই কারণে চিকিৎসকরা কিয়ারাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।’

বড়দিনের সময় স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করেছিলেন কিয়ারা। সেই ছবি দেখেই রটেছিল কিয়ারা নাকি অন্তঃসত্ত্বা। এমনকী, সেই ছবিতে অনুষ্কা শর্মার মতো পলকা ডটের পোশাক পরায় ট্রোলও হয়েছিলেন তিনি। তবে সেই গুঞ্জনে মুখ খোলেননি সিদ্ধার্থ বা কিয়ারা কেউই।

‘শেরশাহ’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছিলেন কিয়ারা। অনস্ক্রিন প্রেমের জল গড়ায় অফস্ক্রিনে। বলিউডের হ্যান্ডসাম হিরোকে মন দিয়ে বসেন অভিনেত্রী। গত বছরের ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েন দু’জন। বিয়ের পর আগে হাতের কাজ মিটিয়েছিলেন দুই তারকা। তারপর গিয়েছিলেন মধুচন্দ্রিমায়। সেখান থেকে ফিরে এসেই নায়ক কার্তিক আরিয়ানের ‘সত্য প্রেম কি কথা’ সিনেমার প্রচার শুরু করেন কিয়ারা। ছবিও হয় সুপারহিট।

 ইতিমধ্যেই ফারহান আখতারে ‘ডন থ্রি’ ছবি সই করেছেন কিয়ারা। তবে সেই ছবির শুটিং এখনও শুরু হয়নি। এরই মাঝে দক্ষিণী সুপারস্টার রামচরনের সঙ্গে ‘গেম চেঞ্জার’ শেষ করেন। গত কয়েকদিন ধরে এই ছবিরই প্রচার করছিলেন কিয়ারা। তারই মাঝে এমন বিপত্তি।

Link copied!