• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ১৮ শাওয়াল ১৪৪৬

হঠাৎ ‘স্বাধীনতা কনসার্ট’ স্থগিত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০৮:৩৫ পিএম
হঠাৎ ‘স্বাধীনতা কনসার্ট’ স্থগিত

ফিলিস্তিনে নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় পূর্বনির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ হঠাৎ স্থগিত করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।

মঙ্গলবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান আয়োজকরা।

জানা গেছে, মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) সার্বজনীনভাবে উদ্‌যাপনের লক্ষ্যে ১১ রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পাশাপাশি একইদিনে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় আলাদা আলাদা ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে সেটি একদিন পিছিয়ে ১২ এপ্রিল নেওয়া হয়। অবশেষে সেই তারিখেও কনসার্টটি হচ্ছে না।

‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’র সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এক বিবৃতিতে কনসার্টটি স্থগিত করার সিদ্ধান্ত জানান।

এই আয়োজনে ঢাকার কনসার্টে গাইবার কথা ছিলো যেসব শিল্পীরা তারা হচ্ছেন, জেমস্, ফিড ব্যাক, শিরোনামহীন, পাওয়ার সার্চ, অ্যাফিক, আফটার ম্যাথ, প্রিতম, জেফার, পড়শী, ফেরদৌস ওয়াহিদ, মিলা, আগুন, হায়দার হোসেন, অনিমেষ রায়, সোহান আলী, আবরার শাহরিয়ার, মাহতিম সাকিব, সেলিম চৌধুরী, আলেয়া বেগম ও মিফতা জামান।

চট্টগ্রাম ভেন্যুতে, মাইলস, সোলস, আর্ক, লালন, অ্যাশেজ, সাবকন্সাস, বে অব বেঙ্গল, তীরন্দাজ, মেট্রিক্যাল, কিরণ দাস, নাটাই, এমরান, কোনাল, চিশতি বাউল, তাসনিম আনিকা, সালমা, রায়হান, শুভ্র, মৌসুমী, ইথুন বাবু এবং ঋতুরাজ।

বগুড়ার কনসার্টে আর্টসেল, অ্যাভয়েড রাফা, ডিফরেন্ট টাচ, মিজান, এমএনবি, ভাইকিংস, বাগধারা, হৃদয় খান, বেবী নাজনীন, খুরশীদ আলম, কনকচাঁপা, আলম আরা মিনু, কমিয়া, ইয়ামিক, লুইপা, কেজেড রাব্বী, মুত্তাকী হাসিব, রাজীব ও মাহিন।

খুলনা কনসার্টে, ওয়ারফেইজ, আর্বোভাইরাস, সোনার বাংলা সার্কাস, কার্নিভাল, বাংলা ফাইভ, কুঁড়ে ঘর, বিবর্তন, আসিফ আকবর, বালাম, তাহসান খান, মুনির খান, কণা, নাসির, জয় শাহরিয়ার, টুনটুন বাবুল, রুখসার রহমান, লিজা ও পলাশ।

এর পাশাপাশি এসব কনসার্টে আঞ্চলিক গান, কবিতাপাঠ, কৌতুক পরিবেশনের পরিকল্পনাও ছিল বলে জানান শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

Link copied!