• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

হঠাৎ এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, যে প্রতিশ্রুতি দিয়ে গেলেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ১১:৫৪ এএম
হঠাৎ এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, যে প্রতিশ্রুতি দিয়ে গেলেন
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

হঠাৎ করেই এফডিসিতে এলেন অন্তর্বতীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে বিনা খবরে এফডিসির স্টাডি রুম (পরিচালক সমিতি) প্রাঙ্গণে হাজির হন । এ সময় তাকে সমিতির অভ্যন্তরে স্বাগত জানান পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন।

এ বিষয়ে উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা বলেন, “তথ্য উপদেষ্টা মহোদয় আসবেন এমন কোনো খবর আমাদের কাছে ছিল না। তিনি হঠাৎ করেই এফডিসি ভিজিট করতে আসেন। তবে আমাদের মধ্যে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। তিনি প্রায় মিনিট বিশেক ছিলেন। এ সময় তিনি আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। এক পর্যায়ে উপদেষ্টা মহোদয় চলচ্চিত্র উন্নয়নে তার সরকারের নেওয়া কিছু পদক্ষেপের সার-সংক্ষেপ আমাদের সামনে তুলে ধরেন।”

রানা আরও বলেন, “চলচ্চিত্রের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপগুলো নিয়ে খুব শিগগিরই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বসবেন বলে জানিয়েছেন।”

এফডিসিতে বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে নাহিদ ইসলামের এটাই প্রথম সফর। এর আগে গত ১৩ অক্টোবর এই মন্ত্রণালয়ের ‘চলচ্চিত্র সার্চ কমিটি’র আহ্বায়ক আল আমিন রাকিব (তনয়)-এর সঙ্গে এফডিসিতে অবস্থানরত নবগঠিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরামের সঙ্গে আলোচনা হয়। ওই আলোচনায় তনয় উপস্থিত সকলকে সরকারের নেওয়া চলচ্চিত্র এবং এফডিসির সংস্কারে কিছু পদক্ষেপ নিয়ে সংক্ষিপ্ত তথ্য তুলে শিগগিরই সকলের সঙ্গে বসবেন বলে আশ্বস্ত করেছিলেন। ওই বৈঠকের প্রায় দুই মাস পর রোববার সন্ধ্যায় আন অফিসিয়াল সফর করেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার এই সফরকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন বলেন, “সংক্ষিপ্ত হলেও আমাদের মাঝে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি খুব আন্তরিক। তিনি আমাদের থেকেও চলচ্চিত্র উন্নয়নে মতামত চেয়েছেন। আমরা চেষ্টা করব আমাদের মতামতগুলো দ্রুততম সময়ের মধ্যে উপদেষ্টার সামনে তুলে ধরতে।” 

Link copied!