• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

নবাগত অভিনেত্রীর সম্মাননা পেলেন সুবাহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ০২:২১ পিএম
নবাগত অভিনেত্রীর সম্মাননা পেলেন সুবাহ

শাহ হুমায়রা সুবহা নামটির সঙ্গে অনেকেই পরিচিত। বেশ কিছু ঘটনা দিয়ে তিনি আলোচনা-সমালোচনার তুঙ্গে ছিলেন। সবকিছু দুরে সরিয়ে সম্প্রতি তার অভিষেক হয় সিনেমায়। সেখানে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিলো।

সেই প্রশংসাকে সঙ্গী করে এবার তিনি পেলেন সেরা নবাগত অভিনেত্রীর সম্মাননা পেলেন । বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার পান হুমায়রা সুবহা। এটি অনুষ্ঠিত হয় শুক্রবার (২৩ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের সম্মেলন কেন্দ্রে।

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত এই নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবার সঙ্গে পুরস্কার পাওয়ার কথা শেয়ার করেছেন। তিনি জানান ‘বসন্ত ‍বিকেল’ সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। এসময় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

‘বসন্ত বিকেল’ সিনেমায় সুবহার সহকর্মী ছিলেন তানভীর তনু, ওমর সানী, সুচরিতা, শাহনূর , শিপন মিত্রসহ আরও অনেকে।