শুরু হয়েছে ভাষার মাস ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এ মাসেই মাতৃভাষা বাংলার জন্য ছাত্র-জনতা বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছে। সে স্মৃতি বাঙালি জাতির কাছে আজও চির অম্লান। ফেব্রুয়ারি এলেই ভাষাশহীদদের স্মরণে বাংলা একাডেমি মাসব্যাপী আয়োজন করে বইমেলার। বইমেলা বাঙালির প্রাণের মেলা।
বৃহস্পতিবা (১ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। প্রতিবছরের মতো এবারও তারকাদের বই প্রকাশ হতে যাচ্ছে। তাদের মধ্যে অনেকেই প্রতিবছর ভক্তদের জন্য নতুন বই উপহার দেন। আবার কেউ কেউ প্রথমবার বই নিয়ে আসেন। জানা যাক, এ বছর কোন কোন তারকার বই আসছে-
আবুল হায়াত
একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত প্রতিবছরের মতো এবারও বই আনছেন মেলায়। নাম ‘অপমান’। প্রকাশ করছে প্রিয় বাংলা প্রকাশন। আবুল হায়াত বলেন, ‘দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। কখনো কলাম, কখনো নাটক, আবার কখনো গল্প লিখি। এবার লিখেছি উপন্যাস। আশা করছি পাঠকদের ভালো লাগবে।’
মনিরুজ্জামান মনির
বরেণ্য গীতিকবি মনিরুজ্জামান মনির সংগীতের দীর্ঘ পথ পাড়ি দিয়ে এবারই প্রথম বই প্রকাশ করতে যাচ্ছেন। গত ২৮ জানুয়ারি ৭২তম জন্মদিনে এ ঘোষণা দেন তিনি। নিজের লেখা ৩০০ গানের একটি সংকলন; যার নাম রেখেছেন তারই লেখা একটি বিখ্যাত গানের নামে ‘সূর্যোদয়ে তুমি’। এটি আসছে আজব প্রকাশ থেকে।
ফারজানা ছবি
টিভি নাটকের পরিচিত মুখ ফারজানা ছবির এবারই প্রথম বই প্রকাশ করছেন মেলায়। উপন্যাসটির নাম ‘জলছবি’। ফারজানা ছবি বলেন, ‘প্রথম উপন্যাস এবারের বইমেলায় আসছে। অনেক ভালো লাগা কাজ করছে। আশা করছি, নতুন বই নিয়ে পাঠকের সঙ্গে দেখা হবে, কথা হবে। পাঠকরা ভালোভাবে গ্রহণ করলেই আমার পরিশ্রম সার্থক হবে।’
বিদ্যা সিনহা মিম
কয়েক বছর আগেই বিদ্যা সিনহা মিমের লেখা ‘পূর্ণতা’ উপন্যাস প্রকাশ হয়েছিল। এরপর বইটির মুদ্রণ শেষ হয়ে যায়। এবার নতুন প্রচ্ছদে, নতুন মুদ্রণ নিয়ে বইটি মেলায় আসছে। প্রকাশ করছে শব্দশিল্প। মিম বলেন, “বেশ কয়েক বছর আগেই ‘পূর্ণতা’ প্রকাশ হয়েছিল। পাঠকরা দারুণভাবে গ্রহণ করেছেন। নতুনভাবে বইটি আসছে জেনে ভালো লাগছে।”
আশনা হাবিব ভাবনা
গেল কয়েক বছর ধরে নিয়মিত বই প্রকাশ করছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সেই ধারাবাহিকতায় এবার মেলায় আসছে তার উপন্যাস ‘কাজের মেয়ে’। প্রকাশ করছে মিজান পাবলিশার্স। ভাবনা বলেন, ‘নিয়মিত অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও লেখালেখি করতে ভীষণ ভালো লাগে। নতুন উপন্যাসটি পাঠকপ্রিয়তা পাবে, এটিই প্রত্যাশা।’
লুৎফর হাসান
গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী লুৎফর হাসানের উপন্যাস ‘৫ ফেব্রুয়ারি’ প্রকাশ হচ্ছে এবারের বইমেলায়। এটি প্রকাশ করছে অন্যপ্রকাশ। লুৎফর হাসান বলেন, ‘আগামী পৃথিবীটা শুধুই ফিকশনের না। প্রজন্ম এখন আর ঘটনা শুনতে চায় না, তারা ঘটনার সঙ্গে যৌক্তিক ব্যাখ্যা চায়। অকল্পনীয় কিছু চায় না, বাস্তবের সঙ্গে কল্পনার কিছুটা মিশেল চায়। ফলে আমি বেছে নিয়েছি মনোবিশ্লেষণধর্মী ফিকশন। বইটি সংগ্রহ করে নিজের সঙ্গে অনেক বোঝাপড়ার হিসাব হয়তো খুঁজে পেতেও পারেন।
তানভীর তারেক
গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও উপস্থাপক তানভীর তারেকের গল্পগ্রন্থ ‘শেষ ভ্রমণের আগে’ প্রকাশ হচ্ছে মেলায়। বইটি প্রকাশ করছে অন্যপ্রকাশের ব্যানারে। এটি তার ১৫তম গল্পগ্রন্থ। তানভীর তারেক বলেন, ‘বইটির ভূমিকা লিখেছেন বরেণ্য কথাসাহিত্যিক লুৎফর রহমান রিটন। সে হিসাবে তিনি আমার এ বইয়ের প্রথম পাঠক।’
শানারেই দেবী শানু
অভিনেত্রী ও মডেল শানারেই দেবী শানু নিয়মিত লেখালেখি করেন। তার লেখা কবিতা প্রকাশ পায় বিভিন্ন পত্রিকায়। বইও প্রকাশ করেন নিয়মিত। এবারের মেলায় প্রকাশ হচ্ছে তার কবিতার বই ‘অলৌকিক শব্দের ঘ্রাণ’। প্রকাশ করছে আজব প্রকাশনী। শানু বলেন, ‘কবিতা আমার জীবনজুড়ে। কবিতা ও উপন্যাস দুটোই লিখি।’
সাজিয়া সুলতানা পুতুল
ক্লোজআপ তারকা সাজিয়া সুলতানা পুতুলের উপন্যাস ‘কালো গোলাপ বৃত্তান্ত’ পাওয়া যাবে মেলার প্রথম দিন থেকেই। প্রকাশ করছে অনন্যা প্রকাশনী। পুতুল বলেন, ‘এটি আমার লেখা ষষ্ঠ উপন্যাস। দারুণ লাগছে এই কারণে যে, মেলার প্রথম দিন থেকেই পাঠকরা এটি পাবেন। প্রতিবছরের মতো এবারও নিয়ম করে মেলায় উপস্থিত থাকব।’
তানযীর তুহীন
জনপ্রিয় ব্যান্ড তারকা তানযীর তুহীনের নামের পাশে এবার যুক্ত হচ্ছে নতুন পদবি লেখক। তার লেখা প্রথম বই প্রকাশ হচ্ছে এবারের বইমেলায়। নাম ‘আহত কিছু গল্প’। এটি তুহীনের সৃষ্ট ও গাওয়া একটি গানের শিরোনাম। তিনি বলেন, ‘বই লেখার ইচ্ছে ছিল আমার; তবে এত দ্রুত সেটি ভাবিনি। বলতে পারেন, প্রকাশকের অনুরোধেই বইটি করা।’
অরণ্য আনোয়ার
নাটক ও চলচ্চিত্র নির্মাতা অরণ্য আনোয়ার মেলায় আনছেন উপন্যাস ‘জল জোছনায় অমাবস্যা’। বইটি প্রকাশ করছে মিজান পাবলিশার্স। আজ সন্ধ্যা ৭টায় এর মোড়ক উন্মোচন হবে বলে জানান অরণ্য আনোয়ার। তিনি বলেন, ‘অনেক যত্ন নিয়ে বইটি করেছি। আশা করছি, পাঠকদের ভালো লাগবে।’