• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিদায়ী বছরে বিয়ে করলেন যেসব তারকা


মো. বাবুল
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৮:১২ পিএম
বিদায়ী বছরে বিয়ে করলেন যেসব তারকা
বিদায়ী বছরে বিয়ের পিঁড়িতে যেসব তারকা। ছবি: সংগৃহীত

বিনোদন জগতের তারকাদের বিয়ে নিয়ে সব সময়ই বড় কৌতুহল থাকে। প্রায়ই দেখা যায় তারকাদের সংসার ভাঙতে। যে কারণে তারকারা বিয়ের ব্যাপারে খুবই বুঝেশুনে সিদ্ধান্ত নেন। ২০২৪ সালে দেশের বিনোদন অঙ্গণের বহু তারকা বসেছেন বিয়ের পিঁড়িতে।

মৌসুমী হামিদ 
জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ ২০২৪ সালের শুরুতেই নিজের বিয়ের খবর দেন।  গত ১২ জানুয়ারি লেখক আবু সাইয়িদ রানাকে বিয়ে করেন। তখন জানা যায়, বিয়ের আগে দুইজনেই প্রেমের সম্পর্কে ছিলেন। তাদের সম্পর্কের স্থায়ী রূপ দিতেই পারিবারিক সম্মতিতে বিয়ে করেন। মৌসুমী হামিদের বর ঢাকার ছেলে আবু সাইয়িদ রানা লেখালেখির পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের সঙ্গেও জড়িত।

ফারহান আহমেদ জোভান
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানও বিয়ে করেন ১২ জানুয়ারি। তার স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। সে সময় প্রকাশ করা বিয়ের ছবিগুলোতে ফারহানের স্ত্রীকে পরিষ্কার দেখা যায়নি। তবে তিনি ঢাকার বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা দেড় বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। পারিবারিকভাবেই বিয়ে করেন তারা।

জিনাত সানু স্বাগতা
জিনাত সানু স্বাগতা ২০২৪ সালের ২৪ জানুয়ারি প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। স্বাগতা জানান, তার স্বামী লন্ডন প্রবাসী। তার জন্ম ও পড়াশোনা সবকিছুই যুক্তরাজ্যে। সংগীত জগতের সঙ্গে জড়িত তিনি। ড. হাসান একাধারে গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।

অর্চিতা স্পর্শিয়া 
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ২০২৪ সালে বিশ্ব ভালোবাসা দিবসের আগের দিন ১৩ ফেব্রুয়ারি বিয়ে করেন সিলেটের ছেলে সৈয়দ রিফাত নাওঈদ হোসেনকে। তার বর দেশের বাইরে পড়াশোনা করেছেন। সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক পদে কর্মরত। কক্সবাজার সমুদ্রসৈকতে স্পর্শিয়ার গায়েহলুদ ও সংগীতানুষ্ঠান হয়। ইনানি সৈকতে হয় বিয়ের আয়োজন। স্পর্শিয়া বলেছিলেন, ‘নাওঈদকে আমার আম্মুর খুব পছন্দ হয়েছে। আমি আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব। তাছাড়া কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই, রাজি হয়েছি। সে–ও হয়তো তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, আমার মধ্যে সেগুলো পেয়েছে। তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে।’

রুকাইয়া জাহান চমক
মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ২০২৪ সালের ২১ জুন বিয়েবন্ধনে আবদ্ধ হন। এর আগে ঈদের দিন আংটি বদল করেন। চমকের স্বামীর নাম আজমান নাসির। পেশায় একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। অভিনেত্রী তার বিয়ের আয়োজন সারেন মাদ্রাসায় বাচ্চাদের সঙ্গে।

তৌহিদ আফ্রিদি
তৌহিদ আফ্রিদি। দেশের অন্যতম ইউটিউবার। যিনি এক নামেই সবার কাছে পরিচিত। বিশেষত ভ্লগ করে নিজেকে ব্যাপক পরিসরে জনপ্রিয় করে তুলেছেন। পাশাপাশি টিভি অনুষ্ঠানও করেছেন। ২০২৪ সালের নভেম্বরে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি। তার স্ত্রীর নাম রাইসা। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। আগে থেকেই প্রেমের সম্পর্কে ছিলেন তারা।

নাজিয়া হক অর্ষা
অভিনেত্রী নাজিয়া হক অর্ষা ২০২৪ সালের ১৪ জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে জানিয়েছিলেন বিয়ের খবর। ক্যাপশনে লিখেছিলেন, ‘প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবে আমরা বিবাহিত।’ তার বর নির্মাতা-অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তারা বিয়ের কাজ সেরেছিলেন।

বরের সঙ্গে অর্ষা

শিরিন শিলা
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শিরিন শিলা ২০২৪ সালের ১০ অক্টোবর বিয়ে করেন আবিদুল মোহাইমিন সাজিলকে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করা সাজিল পেশায় একজন ফার্মাসিস্ট। ঘরোয়াভাবে রেজিস্ট্রি বিয়ে হয় শিরিন শিলার।

শারমিন জোহা শশী
জনপ্রিয় অভিনেত্রী শারমিন জোহা শশী। ২০২৪ সালের বিজয় দিবসের দিন বিয়ের পিঁড়িতে বসেন তিনি। নিজেই খবরটি জানিয়েছেন অভিনেত্রী। তার বরের নাম খালিদ হোসেন অভি। পেশায় একজন ডাবিং ডিরেক্টর। ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত আছেন।

Link copied!