• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদের ইত্যাদিতে নারী ক্রীড়াবিদদের নিয়ে বিশেষ চমক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩, ০৪:০৫ পিএম
ঈদের ইত্যাদিতে নারী ক্রীড়াবিদদের নিয়ে বিশেষ চমক

দশকের পর দশক ধরে তুমুল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। হানিফ সংকেতের পরিচালনায় এ অনুষ্ঠানে বরাবরই থাকে নতুন চমক। এবারের ঈদে প্রচার হতে যাওয়া ‘ইত্যাদি’ও এর ব্যতিক্রম থাকবে না। এবার জাতীয় দলের ফুটবলার এবং ক্রিকেটারদের দেখা যাবে বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’তে। ঈদুল ফিতরের দ্বিতীয় দিন এই অনুষ্ঠানটি দর্শকরা দেখতে পারবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ‘ইত্যাদি’র পরিচালক হানিফ সংকেত।

হানিফ সংকেত বলেছেন, “ঈদের ইত্যাদি অনুষ্ঠানে নারী ক্রীড়াবিদদের নিয়ে একটি পর্ব আছে। জাতীয় নারী ফুটবল দলের পাশাপাশি নারী ক্রিকেট দলের ১২ জন সদস্যও থাকবেন এই পর্বে। যেখানে প্রধান আকর্ষণ দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের গান।”

জানা গেছে, মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১৮ মার্চ গানটির শুটিং শেষ হয়েছে। ‘পতাকার লাল সূর্যটা মাগো, প্রতিটি হৃদয়ে জ্বেলে দাও’ শিরোনামের গানটির গীতিকার  মো. রফিকুজ্জামান। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ।

সাবিনা ইয়াসমিনের গাওয়া এই গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন ২৪ জন নারী ক্রীড়াবিদসহ ১০০ জন নৃত্য শিল্পী। ‘ইত্যাদি’র এ বিশেষ পর্বে অংশ নেওয়া নারী ফুটবলারদের মধ্যে থাকছেন সিরাত জাহান স্বপ্না, মাসুরা পারভীন, নীলুফার নীলা, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, আনাই মগিনি, মারিয়া মান্দা, তহুরা খাতুন, শিউলি আজিম ও রুপনা চাকমা। আর নারী ক্রিকেটারদের মধ্যে রয়েছেন নারগিস সুলতানা, সালমা খাতুন, জাহনারা আলম, রুমানা আহমেদ, লতা মণ্ডল, শামীমা সুলতানা, দিলারা আক্তার, দিশা বিশ্বাস, ফাহিমা খাতুন।

Link copied!