নজরুলের বায়োপিকে নার্গিস চরিত্রে স্পর্শিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪, ০৩:১২ পিএম
নজরুলের বায়োপিকে নার্গিস চরিত্রে স্পর্শিয়া
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ছবি: সংগৃহীত

কবি কাজী নজরুল ইসলামের বায়োপিকে নার্গিস চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বায়োপিকটি নির্মাণ হচ্ছে ভারতে। সিনেমার নাম ‘কাজী নজরুল ইসলাম’। নির্মাণ করবেন ভারতের নির্মাতা আবদুল আলিম।

এতে কবির চরিত্রে অভিনয় করবেন ভারতের কিঞ্জল নন্দ, আর নার্গিসের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

নতুন এই সিনেমা নিয়ে স্পর্শিয়া বলেন, ‘এ সিনেমা প্রসঙ্গে এখনই কথা বলা নিষেধ। তবে এটুকু বলছি, পরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা আসলে পুরোটা জানতে পারবেন।’

জানা গেছে , ‘কাজী নজরুল ইসলাম’ সিনেমায় কবির নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেতা কিঞ্জল নন্দ।

তিনি জানিয়েছেন, কাজী নজরুল ইসলাম হওয়ার স্বপ্ন দেখছেন, তাকে ধারন করার মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। তার ভাষায়, ‘বায়োপিক মানে তার জীবনের শেষ থেকে শুরুর জার্নি। কবির জীবন পড়ছি। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বাকিটা পরিচালকের হাতে।’

‘কাজী নজরুল ইসলাম’র চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু এবং ছবির সংগীত পরিচালনা করবেন জয় সরকার। শিগগির ই সিনেমার শুটিং কাজ শুরু করার কথা রয়েছে।

স্পর্শিয়া তার অভিনয় জীবন শুরু করেন ‘প্যারাসুট’ তেলের বিজ্ঞাপনের অভিনয় দিয়ে। ‍‍‘বন্ধু তিন দিন‍‍’ শিরোনামের সেই বিজ্ঞাপনটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

এরপর এয়ারটেল এর কিছু বিজ্ঞাপন করেন। তিনি  রোদ, ওয়ারিশনাম, অরুণোদয়ের তরুণ দল দ্বারা নাটকে পদার্পণ করেন।

 স্পর্শিয়া অভিনীত সিনেমার মধ্যে রয়েছে , বন্ধন, ইতি তোমারই ঢাকা, আবার বসন্ত, কাঠবিড়ালী,  নবাব এলএলবি,  ফিরে দেখা, ইত্যাদি।

Link copied!