• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০, ১৩ রমজান ১৪৪৬

মুক্তির সঙ্গে সঙ্গেই দর্শক মাতাচ্ছে দক্ষিণী সিনেমা ‘থানডেল’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৯:০৬ এএম
মুক্তির সঙ্গে সঙ্গেই দর্শক মাতাচ্ছে দক্ষিণী সিনেমা ‘থানডেল’
‘থানডেল’সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

মুক্তির সঙ্গে সঙ্গেই দর্শক মাতাচ্ছে দক্ষিণ ভারতের সিনেমা ‘থানডেল’। দ্বিতীয় দিনেই এটি বক্স অফিস কাঁপাচ্ছে। রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটি নির্মাণ করেছেন চান্দু মনডেতি।

‘থানডেল’সিনেমাটিতে ২০১৮ সালের একটি সত্য ঘটনা নিয়ে তৈরি করা হয়েছে। এর মূল চরিত্রে অভিনয় করেছেন নাগা চৈতন্য ও সাই পল্লবী। গতকাল (৭ ফেব্রুয়ারি) মুক্তির প্রথমদিনে ‘থানডেল’ ২১ কোটি রুপি আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা।

নাগা চৈতন্য ও সাই পল্লবী ২০২১ সালে ‘লাভ স্টোরি’নামের দক্ষিণী সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন। এ সিনেমাটি তুমুল জনপ্রিয়তা লাভ করে। এরপর নির্মাতাদের কাছে এ জুটির চাহিদা বেড়ে যায়।

‘থানডেল’সিনেমায় নাগা চৈতন্যকে ‘থানডেল রাজু’ ও সাই পল্লবীকে ‘বুজ্জি থালি’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, সন্দীপ বেদ, কিশোর রাজু বশিষ্ঠ ও শিবা আলাপতিসহ অনেকে। সিনেমাটি ভারতের শ্রীকাকুলামের জেলেদের বাস্তব জীবনের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে।

Link copied!