• ঢাকা
  • বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩০, ২৭ শা'বান ১৪৪৬

মেলায় গাজী মাজহারুল আনোয়ারের ‘অল্প কথার গল্প গান’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০১:০৫ পিএম
মেলায় গাজী মাজহারুল আনোয়ারের ‘অল্প কথার গল্প গান’
গাজী মাজহারুল আনোয়ারগাজী মাজহারুল আনোয়ার। ছবি: সংগৃহীত

প্রকাশিত হলো কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার রচিত গান-গ্রন্থ ‘অল্প কথার গল্প গান’-এর পঞ্চম খণ্ড।

২৪ ফেব্রুয়ারি (সোমবার) ভাষাচিত্র প্রকাশনীর ১৭ নম্বর প্যাভিলিয়নে বিকেল ৪টায় ‘অল্প কথার গল্প গান’-এর পঞ্চম খন্ড প্রকাশিত হয়। এতে রয়েছে ৫০টি গানের পেছনের গল্প ও ২০০ গানের লিরিকস।

এদিন বইটির মোড়ক উন্মোচন করা হয়। গাজী মাজহারুল আনোয়ারের সহধর্মিণী জোহরা গাজী, তাদের দুই সন্তান সরফরাজ আনোয়ার উপল ও দিঠি আনোয়ার বইয়ের মোড়ক উন্মোচন করেন।

এর আগে ২০২১ সালে গাজী মাজহারুল আনোয়ারের ৭৮তম জন্মদিনে ‘অল্প কথার গল্প গান’ বইয়ের প্রথম খণ্ড প্রকাশের পর কলকাতার বইমেলায় প্রকাশ পায় দ্বিতীয় ও তৃতীয় খণ্ড। চতুর্থ খণ্ড গত বছর একুশের বইমেলায় প্রকাশিত হয়।

এ বিষয়ে দিঠি আনোয়ার বলেন, ‘অল্প কথার গল্প গান’ বইয়ের সঙ্গে অনেক স্মৃতি জড়িত। প্রথম খণ্ড প্রকাশের সময় আব্বু বেঁচে ছিলেন। বেশ ঘটা করেই এর মোড়ক উন্মোচন করেছিলাম আমরা। আশা করছি, পঞ্চম খণ্ডের এ বইটির মাধ্যমে আব্বুর অনেক গানের অজানা কথা পাঠক জানতে পারবেন।’  

গাজী মাজহারুল আনোয়ার ৬০ বছরের সংগীতজীবনে ২০ হাজারের বেশি গান লিখেছেন। বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় তার লেখা গান আছে ৩টি।

উল্লেখ্য, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

Link copied!