চিকিৎসা নিতে সিঙ্গাপুর যাচ্ছেন অভিনেতা ও প্রযোজক সোহেল রানা। নিয়মিত শরীর চেকআপ ও ফলোআপের জন্য রোববার (৭ এপ্রিল) রাতে স্বপরিবারে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন তিনি।
শনিবার (৬ এপ্রিল) সংবাদ প্রকাশকে তথ্যটি নিশ্চিত করেছেন শিকড় বাংলাদেশের প্রেস অ্যান্ড পাবলিসিটি উইং প্রধান কাজী শামসুল ইসলাম।
কাজী শামসুল ইসলাম বলেন, “রোববার রাতে পরিবারসহ সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন শিকড় বাংলাদেশের সভাপতি মাসুদ পারভেজ সোহেল রানা। চিকিৎসা শেষে আবার আগামী ১৭ এপ্রিল দেশে ফিরবেন।”
মাসুদ পারভেজ সোহেল রানার সুস্বাস্থ্য ও দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
সোহেল রানা অভিনয় শুরু করেন ১৯৭৩ সালে। ১৯৭২ সালে তিনি চলচ্চিত্র প্রযোজক হিসেবে চিত্রজগতে প্রবেশ করেন। চাষী নজরুল ইসলামের পরিচালনায় বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ সিনেমাটি প্রযোজনা করেন তিনি।
কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের একটি গল্প অবলম্বনে ‘মাসুদ রানা’ সিনেমায় নায়ক হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। ওই সিনেমার মাধ্যমে তিনি পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন।