• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অ্যাম্বারের ফেরা নিয়ে দুই ভাগে বিভক্ত সোশ্যাল মিডিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৭, ২০২৩, ০৪:৩১ পিএম
অ্যাম্বারের ফেরা নিয়ে দুই ভাগে বিভক্ত সোশ্যাল মিডিয়া

মামলায় হেরে যাওয়ার পর প্রথমবারের মতো ‘ইন দ্য ফায়ার’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন অ্যাম্বার হার্ড। ৬৯ তম তাওরমিনা ফিল্ম ফেস্টিভ্যালে তার অীভনীত এই সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। ইতালির মর্যাদাপূর্ণ এই ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাম্বারের মতো বিতর্কিত অভিনেত্রীর সিনেমা প্রদর্শন করা হবে জেনে বিতর্কের সৃষ্টি হয়েছে!

হিন্দুস্তান টাইমসের জানানো হয়, ২৩ জুন থেকে ১ জুলাই পর্যন্ত চলবে তাওরমিনা ফিল্ম ফেস্টিভ্যাল। জমকালো এই আসরে অ্যাম্বার ছাড়াও ‘ইন দ্য ফায়ার’ সিনেমার পরিচালক কনর অ্যালিন এবং সহ-অভিনেতা এডুয়ার্ডো নরিগোরও যাচ্ছেন। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে দুই ভাগে বিভক্ত হয়েছে। কেউ অ্যাম্বারের পক্ষে কথা বলছেন, কেউ বিপক্ষে। মামলায় হারার পর তার শুভাকাক্ষীদের সংখ্যা তুলনামূলক কমায় অধিকাংশ দর্শক তার বিপক্ষে অবস্থান নিয়েছে।

ছয় দশকের বেশি গৌরবোজ্জ্বল ইতিহাস তাওরমিনা ফিল্ম ফেস্টিভ্যালে। এরকম একটি উৎসবে অ্যাম্বারের ছবি থাকাকে ভালো চোখে দেখছেন না জনি ডেপের ভক্তরা। নেটিজেনদের এক পক্ষের মতে, অ্যাম্বারের মতো একজন নির্যাতনকারীর ছবি উৎসবে দেখানোটা লজ্জাজনক। এটিকে উৎসবের ইতিহাসের কলঙ্ক বলে মনে করছেন তারা। এদিকে অ্যাম্বার ভক্তদের মত, দারুণ ভাবে ফিরতে চলেছেন অ্যাম্বার।

থ্রিলার ধর্মী সিনেমা ‘ইন দ্য ফায়ার’ সিনেমায় অ্যাম্বার একজন বিধবা আমেরিকান মনোরোগ বিশেষজ্ঞের ভূমিকায় অভিনয় করেছেন।

Link copied!