‘ঈদের দিন হয়তো ঘুমিয়ে কাটতে পারে আবার না-ও পারে। বর্তমান সময়ে যারা বাঁচে, তাদের দূরের কোনো পরিকল্পনা থাকে না। হুটহাট কিছু করব হয়তো’, গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ঈদে কী করবেন তা নিয়ে এমনই জানালেন অভিনেতা আফরান নিশো।
এছাড়া জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে নাটক, ওয়েব সিরিজ-সিনেমার পাশাপাশি দেখা যাবে বড় পর্দায়। এখন একের পর এক সিনেমায় অভিনয় করে যেতে চান এই তারকা। তবে এবারের ঈদে আসছে না তার নতুন কোনো সিনেমা।
এ বিষয়ে নিশো বলেন, “একটু খারাপ তো লাগছেই। তবে এ সিদ্ধান্ত আমারই। একসঙ্গে সবকিছু করা সম্ভব নয়। সিনেমার কাজে আমি এখন খুব ব্যস্ত। আসলে একটা মানুষের পক্ষে সবাইকে, সব প্ল্যাটফর্মকে খুশি করা সম্ভব নয়। ওটিটি, ফিল্ম, নাটক—যেখানেই কাজ করি না কেন, আমাদের কাজই তো অভিনয়। তাই অভিনয়ের ক্ষুধা এবার মেটাচ্ছি সিনেমা দিয়ে।”
নিশো আরও বলেন, “ভক্ত-দর্শকেরা নাটকে এবার আমাকে পাবেন না। তাঁদের যেমন খারাপ লাগবে, তেমনভাবে আমারও খারাপ লাগবে। তবে সামনে আমার সিনেমা দেখে সেই আনন্দ হয়তো পুষিয়ে নেবেন তাঁরা। সিনেমায় অভিনয়ের প্রস্তুতি আর কাজটা উপযুক্তভাবে করার জন্য আমার দর্শকদের কাছ থেকে নাটকের সময়টা চুরি করে নিয়েছি আমি।”
নাটকের চেয়ে সিনেমায় স্থান করে নেওয়া কঠিন মনে হচ্ছে কি?– এমন প্রশ্নের জবাবে নিশো বলেন, “সব কাজই কঠিন। সহজ বলে কিছু নেই। আমাদের কাজ অভিনয় করা। সেটা পেশাদার মনোভাব আর ইচ্ছা থাকলেই হবে। আমি চেষ্টার কোনো ত্রুটি রাখি না। বাকিটা ভাগ্যের ওপর ছেড়ে দিতে হবে। ভাগ্য বলেও কথা আছে।”
তবে সিনেমা অঙ্গনে কাজের ক্ষেত্রটা ভিন্ন বলে মনে করেন এই অভিনেতা। তিনি জানান, চাপের দুনিয়ায় সবই চাপ। তবে হ্যাঁ, সিনেমা অদ্ভুত সুন্দর একটা ব্যাপার। এখানে সময় নিয়ে কাজ করতে হয়। আয়োজনটা বড়। দারুণ সুন্দর অভিজ্ঞতা। চাপাচাপির কিছু নেই এখানে। মন দিয়ে কাজ করাটাই গুরুত্বপূর্ণ। অভিনয়ের ক্ষেত্রে মানসিক চাপ ভীষণ ক্ষতিকারক।
এবার ঈদে অনেকের নাটক দেখবেন বলে জানান এই অভিনেতা। সাক্ষাৎকারের সময় উপস্থিত থাকা অপূর্বকে উদ্দেশ্য করে বলেন, বিয়ের পর বাসায় দাওয়াত দেননি অপূর্ব। মজার ছলেই এবার ঈদে নিশো তার বন্ধু অপূর্বের বউয়ের হাতের রান্না খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।