ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী। যিনি দর্শকমহলে ‘উমা’ নামেই বেশি পরিচিত। গায়ের রং নিয়ে কটাক্ষ করায় নববর্ষে বিস্ফোরক এক মন্তব্য করেছেন এই অভিনেত্রী।
শরীরের রং নিয়ে নাকি মাঝে মধ্যেই কটু কথা শুনতে হয় তাকে। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, একটা সময় আমার শরীরের রং নিয়ে অনেক মানুষ খোঁটা দিয়েছেন। কোনোদিন সেসব গায়ে মাখিনি। কেননা, গায়ের রং তো আর আমার হাতে নেই।
এরপর থেকেই যেন নিজের প্রেমে বেশি করে মত্ত হন বলে জানিয়েছেন অভিনেত্রী শিঞ্জিনী। তিনি বলেন, আত্মরতিতে অনেকটা সময় খরচ হয়। এ জন্য এ নিয়ে মনে কোনো দ্বিধা নেই। নিজের শরীর, শরীরের রং, যা নিয়ে জন্মেছি তা নিয়েই বেশ খুশি আমি। নিজেকে অনেক ভালোবাসি। তবে এ নিয়ে কম খোঁটা শুনতে হয়নি আমাকে।
নিজে বিভিন্ন সময় কটাক্ষের শিকার হয়েছেন বলেই কী এবার সচেতন করলেন সবাইকে? এ প্রশ্নের জবাবে শিঞ্জিনী বলেন, ‘‘একটি ঘটনা বলি। তখন মডেলিংয়ে সবে পা রেখেছি। ফর্সা দেখানোর জন্য আমাকে অনেক মেকআপ করতে বলা হতো। আমি প্রথম দিনই জানিয়েছিলাম, আমার গায়ের রং যা, সেটা রেখেই কাজ করব। আমি ‘ডাস্কি’, আর তাতেই সুন্দরী। এ জন্য গায়ের রং নিয়ে গর্বও করি আমি।’
অভিনেত্রীর কাছে আরও জানতে চাওয়া হয়, এ কারণেই তাহলে ‘উমা’য় নায়িকা চরিত্রের পর ধারাবাহিকে খল-অভিনেত্রী তিনি? এর উত্তরে তিনি বলেন, ‘নায়িকা হতে তো আসিনি। ভালো একজন অভিনেত্রী হতে চাই। চরিত্র বাছাই করে তবেই করি আমি। নায়িকা না কি খলনায়িকা, সেটি দেখি না কখনো।’