• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দর্শকের সঙ্গে ‘বিজয়ার পরে’ দেখবেন স্বস্তিকা ও মমতা শঙ্কর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৪, ১২:২৯ পিএম
দর্শকের সঙ্গে ‘বিজয়ার পরে’ দেখবেন স্বস্তিকা ও মমতা শঙ্কর
বিজয়ার পরে সিনেমার দৃশ্যে মমতা শঙ্কর ও স্বস্তিকা মুখার্জি । ছবি: ফেসবুক

টালিগঞ্জের ‘বিজয়ার পরে’ সিনেমায় মা-মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মমতা শঙ্কর ও স্বস্তিকা মুখার্জি। ভারতীয় তরুণ পরিচালক অভিজিৎ শ্রীদাস নির্মিত সিনেমাটি আজ দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।

সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনাতয়নে দর্শকের সঙ্গে সিনেমাটি দেখবেন তারা। সিনেমা শেষে দর্শকের মুখোমুখি হবেন পরিচালক অভিজিৎ শ্রীদাস| তিনি আজ ঢাকায় আসবেন।

চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গতকাল রাতে ঢাকায় এসেছেন ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর; দিন চারেক আগেই এসেছেন স্বস্তিকা।

আত্মযন্ত্রণায় কাতর এক প্রবীণ দম্পতির গল্পে নির্মিত এই সিনেমায় মমতা শঙ্করের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন দীপঙ্কর দে। এতে মীর আফসার আলী, মিশকা হালিম, বিদীপ্তা চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায়, খেয়া চট্টোপাধ্যায়সহ আরও অনেকে রয়েছেন। এর আগে সিনেমাটি ২৯তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।

আজ দেখা যাবে যেসব সিনেমা 

জাতীয় জাদুঘর (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন)
বিকেল ৫টা: টোয়েন্টি টোয়েন্টি, উং কং হান, (সিঙ্গাপুর); সন্ধ্যা ৭টা: বিজয়ার পরে, অভিজিৎ শ্রীদাস (ভারত)।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি (জাতীয় চিত্রশালা মিলনায়তন)
বিকেল ৫টা: সাবিত্রী, প্রান্ত প্রসাদ (বাংলাদেশ)।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি (জাতীয় চিত্রশালা মিলনায়তন, ষষ্ঠ তলা)
বেলা ১টা: স্প্রেয়িং, আলী ইয়াভার (ইরান)।
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, ধানমন্ডি
বেলা ২টা ৩০ মিনিট: মাইটি আফরিন-ইন দ্য টাইম অব ফ্লাড, অ্যাঞ্জেলস রালিস (বাংলাদেশ, ফ্রান্স ও গ্রিস)।

Link copied!