• ঢাকা
  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩০, ২৯ শা'বান ১৪৪৬

‘স্যার আমাকে রুমে ডেকে গোপনে প্রভা আপুর সেই ভিডিও দেখান’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৫:৩৫ পিএম
‘স্যার আমাকে রুমে ডেকে গোপনে প্রভা আপুর সেই ভিডিও দেখান’
চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এর পরে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন এই নায়িকা।

কেবল অভিনেত্রী নন, মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসকও। মেডিকেলে পড়ার সময়ে এক শিক্ষক তার সঙ্গে অশালীন আচরণ করেছিলেন। সম্প্রতি একটি টকশোতে অতিথি হয়ে এমন অভিযোগ করেন মিষ্টি জান্নাত।

এই নায়িকা বলেন, “মেডিকেলে ফার্স্ট ইয়ারে পড়াকালীন আমি খুব সুন্দর ছিলাম। ওই সময়ে জিন্স, ট্রাউজার, ওয়েস্টার্ন ড্রেস পরতাম। আমার স্যাররা ভেবেছিল আমি মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে আসছি। আমাকে বলতো আমি মডেলিং করতে আসছিলাম কিনা। এটা বলতে বলতে আমার এক স্যার আমাকে আর আমার এক বন্ধুকে তার রুমে ডেকে নিয়ে যান। সেখানে গোপনে প্রভা আপুর সেই ভিডিও দেখান। এটা আমার জন্য খুবই হতাশাজনক ও লজ্জার ছিল। সে এখনো একজন টিচার, সে এখন বারডেমে আছে।”

আপনার কি মনে হয় না সেই শিক্ষকের নাম প্রকাশ করা উচিত? এ প্রশ্নের জবাবে মিষ্টি বলেন, “আমি ক্ষমা করে দিয়েছি। আমি পরে প্রিন্সিপালকে অভিযোগ করেছিলাম। উনি বলেন, ‘এমন ফালতু জিনিস নিয়ে এসেছো!” 

Link copied!