• ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৬

মর্মান্তিক দুর্ঘটনায় গায়ক রুবি পেরেজের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০৭:০৫ পিএম
মর্মান্তিক দুর্ঘটনায় গায়ক রুবি পেরেজের মৃত্যু
রুবি পেরেজ। ছবি: সংগৃহীত

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো গায়ক রুবি পেরেজ।  ডমিনিকান রিপাবলিকের একটি জনপ্রিয় নাইটক্লাবের ছাদ ধসে পড়ে ৯৮ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ছিলেন জনপ্রিয় মেরেঙ্গে এই গায়ক। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর।

এই খবরটি তার ম্যানেজার এনরিকে পলিনো স্থানীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। পেরেজের স্যাক্সোফোনিস্টও এই দুর্ঘটনায় নিহত হন।

পেরেজের মেয়ে জুলিনকা পেরেজ স্থানীয় মিডিয়াকে জানান যে তার বাবাকে ধ্বংসাবশেষের নিচে জীবিত পাওয়া গিয়েছিলো। তারা তাকে গান গাইতে শুনেছিলেন। তার ভাষ্য, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার সময় তার বাবা গান গাইতে শুরু করেছিলেন যাতে উদ্ধারকারীরা তাকে শুনতে পান। দুর্ভাগ্যবশত, তিনি বেঁচে থাকতে পারেননি। ​ এই মর্মান্তিক দুর্ঘটনায় রুবি পেরেজের মৃত্যুকে ডোমিনিকান রিপাবলিকের সাংস্কৃতিক জগতে অপূরণীয় ক্ষতি বলে মনে করা হচ্ছে।

যুবক বয়সে বেসবল খেলোয়াড় হতে চেয়েছিলেন রুবি, তবে একটি গাড়ি দুর্ঘটনায় তার বাম পায়ে স্থায়ী ক্ষতি হওয়ায় তিনি সংগীতের দিকে মনোযোগ দেন। সান্তো ডোমিঙ্গোর ন্যাশনাল কনসারভেটরিতে সংগীত শিক্ষা নেওয়ার পর তিনি বিভিন্ন স্কুল গ্রুপে যোগ দেন। 

এরপর তিনি ১৯৮২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত উইলফ্রিডো ভারগাসের অর্কেস্ট্রায় সদস্য হিসেবে যোগ দেন, যেখানে তিনি এল আফ্রিকানো, ভলভেরি, কুয়ানডো এসটেস কন এল এবং কোবার্দে কোবার্দে গানের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন।

১৯৮৭ সালে তিনি একজন সলো শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন এবং বুসকানডো তুস বেসোস, ডামে ভেনেনো, এনামোরাদো দে এয়া, হাজমে অলভিদারলা, সোবরেভিভিরে, তু বাস আ ভোলার, ইপোক্রেসিয়া, এল পেরো আঝেনো, আসী নো তে আমারান জামাস এবং টোন্টো কোরাজন-এর মতো হিট গানের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। 

তার অ্যালবাম ‘রুবি পেরেজ’ ট্রপিক্যাল চার্টে ১৫ নম্বরে অবস্থান করেছিল এবং তার গান ‘লাভ হার’ লাতিন চার্টে ২৯ নম্বরে ছিল। তিনি ‘অর্কেস্ট্রা অব দ্য ইয়ার’ এবং ‘মেরেঙ্গে অব দ্য ইয়ার’ বিভাগে ‘ক্যাসান্দ্রা অ্যাওয়ার্ডস’ অর্জন করেন। -ইন্ডিপেন্ডেট.ইউকে

Link copied!