বিবাহবিচ্ছেদের সময় সুখবর দিলেন গায়িকা কার্ডি বি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪, ০১:০১ পিএম
বিবাহবিচ্ছেদের সময় সুখবর দিলেন গায়িকা কার্ডি বি
অফ সেটে সঙ্গে গায়িকা কার্ডি বি। ছবি: সংগৃহীত

বিবাহবিচ্ছেদের সময় মাতৃত্বের সুখবর দিলেন জনপ্রিয় পপ গায়িকা কার্ডি বি। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে মা হওয়ার সুখবর জানালেন তিনি। ‘বেবি বাম্প’-এর ছবি শেয়ার করে কার্ডি জানিয়েছেন, তিনি মা হতে চলেছেন। সুখবরে দারুণ খুশি ভক্তরা। কিন্তু একই সঙ্গে শোনা যাচ্ছে, একই দিনে তিনি তার র‌্যাপার স্বামী অফ সেটের থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেছেন। বিষয়টি নিয়ে অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

ইনস্টাগ্রাম পোস্টে ৩১ বছর বয়সী পপ গায়িকা লিখেছেন, ‘প্রতিটা সমাপ্তির সাথে একটি নতুন সূত্রপাত ঘটে।’ এই লেখা থেকেই তার বিবাহবিচ্ছেদের গুঞ্জন যে সত্য, তা আন্দাজ করা যাচ্ছে।

কার্ডি আরও লিখেছেন, ‘এই সময়টা তোমার সঙ্গে কাটাতে পেরে বুঝতে পেরেছি, তুমি আমার জীবন ভালবাসায় ভরিয়ে তুলেছ এবং আমাকে নতুন করে শক্তি জুগিয়েছ।’

২০১৭ সালে অফ সেটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কার্ডি। এ দম্পতির এক ছেলে ও মেয়ে রয়েছে। তৃতীয় বার মা হতে চলেছেন কার্ডি বি।

Link copied!