শ্যাম বেনেগাল ভালো আছেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩, ০৩:২২ পিএম
শ্যাম বেনেগাল ভালো আছেন

‘পদ্মভূষণ’ জয়ী বলিউডের বরেণ্য নির্মাতা শ্যাম বেনেগাল গুরুতর অসুস্থ। তিনি শয্যাশায়ী এবং তার ডায়ালাইসিস চলছে। গত কয়েক দিন ধরে এমন খবর উড়ছে।
যদিও গুণী এই নির্মাতার শারীরিক অবস্থা নিয়ে তার পরিবার থেকে কেউ মুখ খুলেননি। তবে গণমাধ্যমে এবার তার কন্যা পিয়া কথা বলেছেন। পেশাগত জীবনে ফ্যাশন ডিজাইনার পিয়া হিন্দুস্তান টাইমসকে বলেন, “ডাক্তার বাড়ি আসছেন, তার ডায়ালাইসিস চলছে, তিনি এতটাই অসুস্থ যে হাসপাতালেও যেতে পারছেন না— এসব তথ্যই মিথ্যা।”
তিনি আরও বলেন, “আসলে বাবার এমন কিছু হয়নি যা আপনাকে বলা যেতে পারে। বাবা ভালো আছেন। এ বয়সে যতটা ভালো থাকা যায়। তার এখন বিরতি নেওয়া প্রয়োজন। তার বয়স ৮৮ বছর। আমার মনে হয়, এখন তার অবসরে যাওয়া দরকার।”
বর্তমানে ‘ফেডারেশন অব ফিল্মস সোসাইটিজ অব ইন্ডিয়া’র সভাপতি শ্যাম বেনেগাল। তার পাঁচ দশকের দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ার। ১৯৭৪ সালে ‘অঙ্কুর’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে তার হাতেখড়ি। ‘জুনুন’, ‘মন্থন’, ‘আরোহণ’-এর মতো জাতীয় পুরস্কারজয়ী সিনেমার পরিচালক তিনি। ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী (১৯৭৬), পদ্মভূষণ (১৯৯১) সম্মানে ভূষিত হয়েছেন শ্যাম বেনেগাল। ২০০৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন তিনি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়েপিক ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ সিনেমা পরিচালনা করছেন শ্যাম বেনেগাল। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

 

Link copied!