• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩০, ২৪ রজব ১৪৪৬

শ্রেয়া ঘোষালের কনসার্ট স্থগিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:১২ পিএম
শ্রেয়া ঘোষালের কনসার্ট স্থগিত
শ্রেয়া ঘোষাল। ছবি: সংগৃহীত

বলিউড ইন্ডাস্ট্রিতে দু’দশকের বেশি সময় ধরে রাজত্ব তার। রিয়্যালিটি শো থেকে উত্থান হওয়ার পরও নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন শ্রেয়া ঘোষাল। যার গান শুনতে মুখিয়ে থাকে পুরো ভারতবাসী। সেই শ্রেয়া ঘোষালের কনসার্ট স্থগিত করা হয়েছে।

  ১৪ সেপ্টেম্বর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কনসার্টটি হওয়ার কথা ছিল।

এ বিষয়ে শনিবার (৩১ আগস্ট)  সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে কনসার্ট স্থগিতর কথা জানিয়েছেন সংগীতশিল্পী শ্রেয়া।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘কলকাতায় আরজি কর হাসপাতালে সম্প্রতি যে নৃশংস ঘটনা ঘটেছে, আমাকে তা গভীর ভাবে প্রভাবিত করেছে। একজন নারী হিসেবে ঘটনার নৃশংসতায় আমি শিউরে উঠছি। নির্যাতিতাকে কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল, তা ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। এই পরিস্থিতিতে গানের কনসার্ট করার মতো অবস্থায় নেই আমি।’

শ্রেয়া আরও লিখেছেন , “আমি এবং আমার প্রচারক এফএম সংস্থা এই পরিস্থিতিতে কলকাতার কনসার্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১৪ সেপ্টেম্বর ওই কনসার্ট হওয়ার কথা ছিল। আগামী অক্টোবরে কনসার্টটি হবে। আমরা সকলেই এই কনসার্টের জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু এই পরিস্থিতিতে প্রতিবাদীদের পাশে দাঁড়ানো অপরিহার্য হয়ে উঠেছে। শুধু ভারত নয়, সারা বিশ্বের নারীদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।”

কনসার্ট পিছিয়ে দেওয়ার জন্য ভক্তদের কাছেও ক্ষমা চেয়ে শ্রেয়া জানিয়েছেন, “অক্টোবরের কবে ওই কনসার্টের আয়োজন করা হবে, সেই তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।”

শুধু কনসার্ট স্থগিত নয়, আরজি কর ঘটনার প্রতিবাদে যে কর্মসূচি চলছে তাকে সমর্থন জানিয়েছেন জনপ্রিয় এই গায়িকা।

গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে। আরজি করের ঘটনার প্রভাব পড়েছে সারা ভারতে। বর্তমানে ঘটনার তদন্ত করছে সিবিআই।

১৯৮৪ সালে মুর্শিদাবাদের বহরমপুরে শ্রেয়ার জন্ম। শৈশব থেকেই গানবাজনার প্রতি অমোঘ আকর্ষণ ছিল তার। কাঁচা বয়স থেকেই শুরু হয়ে গিয়েছিল সঙ্গীতচর্চা। মাত্র ছ’বছর বয়স থেকে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেওয়া শুরু করেছিলেন তিনি।

Link copied!