ঢালিউড অভিনেতা জায়েদ খান এবং কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিকে নিয়ে ‘ছায়াবাজ’ সিনেমার কাজ শুরু করেন নির্মাতা তাজু কামরুল। সিনেমাটির প্রযোজক মনিরুল ইসলাম মনির। তবে সিনেমাটি শেষ পর্যন্ত আশার আলো দেখতে পারেনি। নানান ইস্যুতে সিনেমাটির কাজ এখন বন্ধ। সিনেমার নায়ক-নায়িকা এর পেছনে প্রযোজক মনিরুল ইসলামকে দায়ী করলেও প্রযোজক বরাবরই ভিন্ন কথা বলে এসেছেন। এবার মনিরুল ইসলামের বিরুদ্ধে মুখ খুললেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী শিরিন শিলা।
শিরিন শিলা বলেন, ‘‘প্রযোজক মনিরুল ইসলাম মনিরের আগের একটি সিনেমায় কাজ করেছিলাম আমি। সেই প্রজেক্টটাও একইভাবে বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাইনি। কিন্তু এখন বলতে হচ্ছে।’’
ঢালিউডের সেকেন্ড পরীমনি খ্যাত এই অভিনেত্রী আরও বলেন, ‘‘আমি জানি না এখানে আসলে কার ফল্ট ছিল। প্রযোজকের? নায়ক-নায়িকার? নাকি টিমের? আমাদের প্রজেক্টটাও সেইমভাবে অফ হয়ে যায়। সেখানে আমার কোনো ফল্ট ছিল না। আমাকে ডেট দেওয়া হয়, আমি নির্দিষ্ট ডেট অনুযায়ী কাজ করেছিলাম। প্রযোজক সিদ্ধান্ত নিয়েছে প্রজেক্টটা আর করবেন না। ‘ছায়াবাজা’ নিয়েও একইভাবে সিদ্ধান্ত নিয়েছেন তিনি।’’
এর আগে গত ২৯ আগস্ট তাজু কামরুলের পরিচালনায় সায়ন্তিকা ও জায়েদ খানকে নিয়ে ‘ছায়াবাজ’ সিনেমার শুটিং শুরু হয় কক্সবাজারে। এক সপ্তাহ টানা শুটিং করে ৭ সেপ্টেম্বর দেশে ফিরে গেছেন সায়ন্তিকা।