• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসে শাকিরার হ্যাটট্রিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩, ১২:১৪ পিএম
লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসে শাকিরার হ্যাটট্রিক
লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসে শাকিরার হ্যাটট্রিক। ছবি: সংগৃহীত

এবারের ২৪তম লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসে তিনটি পুরস্কার জিতলেন কলম্বিয়ান পপতারকা শাকিরা। নিয়মিত নতুন গান আর কনসার্টে সংগীতপ্রেমীদের মুগ্ধ করার স্বীকৃতিস্বরূপ নিজের ঝুলিতে হ্যাটট্রিক পুরস্কার নিয়েছেন এই সংগীত তারকা।

পিপল ডট কমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এবারের লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসরে আর্জেন্টাইন ডিজে বিজার্যাপের সঙ্গে শাকিরার যৌথ গান ‘শাকিরা: বিজার্যাপ মিউজিক সেশনস, ভলিউম ফিফটি থ্রি’ জিতেছে সং অব দ্য ইয়ার (বর্ষসেরা গান) এবং পপ সং অব দ্য ইয়ার (বর্ষসেরা পপ গান) পুরস্কার।

এছাড়াও ৪৬ বছর বয়সী এই গায়িকা ‘টিকিউজি’ গানের সুবাদে ক্যারল জি’র সঙ্গে পেয়েছেন বেস্ট আরবান বা ফিউশন পারফর্ম্যান্স স্বীকৃতি।

পুরস্কার পাওয়া প্রসঙ্গে শাকিরা বলেন, ‘‘আমি ওদের (তার দুই সন্তান) কথা দিয়েছি হাসিখুশি থাকব। পুরস্কারগুলো আমি স্প্যানিশ শ্রোতাদের সঙ্গেও ভাগ করে নিতে চাই, যারা আমার সুসময় ও দুঃসময়ে পাশে ছিলেন। স্পেনে আমি যেসব দুঃসহ ও কঠিন মুহূর্ত পার করেছি, তখন আমার প্রতি সবার ভালোবাসা ও সমর্থন অব্যাহত ছিলো।’’

এদিকে লস এঞ্জেলস টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (১৭ নভেম্বর) স্পেনের সেভিল শহরে ‘২৪তম লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর পুরস্কার বিতরণ করা হয়েছে। এবারই প্রথম যুক্তরাষ্ট্রের বাইরে লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসের জমকালো আসর বসলো। যদিও স্পেনে লাতিন গ্র্যামি হওয়ায় নেটিজেনদের অনেকে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। লাতিন গ্র্যামিকে লাতিন আমেরিকায় ফিরিয়ে আনারও আহবান জানিয়েছেন অনেকে।

Link copied!