• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কোপার মঞ্চ কাঁপালেন শাকিরা, ২৫ মিনিটে পারিশ্রমিক ২ মিলিয়ন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪, ০৪:২৯ পিএম
কোপার মঞ্চ কাঁপালেন শাকিরা, ২৫ মিনিটে পারিশ্রমিক ২ মিলিয়ন

সোমবার (১৫ জুলাই) কোপা আমেরিকার ফাইনালে লাউতারো মার্টিনেজের ১১২ মিনিটের গোলে ১-০ গোলের জয়ে নিজেদের ইতিহাসের ১৬তম কোপা আমেরিকার শিরোপা নিশ্চিত করল আর্জেন্টিনা। যদিও মেসি খেলার মাঝপথেই খেলা ছেড়ে দেন চোট পাওয়ার জন্যে। 

তবে এবারের কোপা ফাইনালের বিশেষত্ব ছিল বিশ্বখ্যাত পপতারকা শাকিরার পারফরম্যান্স। যে কারণেই খেলার বিরতির সময়ও ১৫ মিনিটের জায়গায় ২৫ মিনিট করা হয়েছিল। আর সেই সময়টা পুরোটাই ভক্তদের নাচে-গানে মঞ্চ কাঁপালেন শাকিরা।

জানা গেছে, মাত্র ২৫ মিনিট পারফরম্যান্সের জন্যে প্রায় ২ মিলিয়ন পারিশ্রমিক পেয়েছেন শাকিরা।

খেলার বিরতির সময় বাড়িয়ে দেওয়ার কারণে চারিদিকে সমালোচনার ঝড় উঠলেও শাকিরার পারফরম্যান্স সকলে চুটিয়ে এনজয় করেছেন।

খেলার পাশাপাশি এবার ভক্তরা বেশি অপেক্ষা করছিলেন কলম্বিয়ার গায়িকা শাকিরার পারফরম্যান্সের জন্যে। যদিও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্রীড়া আসরের ফাইনালের মাঝবিরতিতে জমকালো আয়োজন হরহামেশাই চলে। আর এই ধরনের জাতীয় খেলার হাফটাইমে এরকম জমকালো আয়োজনের রীতিও রয়েছে। তাই এবাও অন্যথা হয়নি। কোপা আমেরিকার ফাইনালের বিরতিতে পারফর্ম করেন শাকিরা। রাঙিয়ে তুলেছে দর্শকদের মেজাজ। তবে ফুটবলের সঙ্গে শাকিরার সম্পর্ক দীর্ঘদিনের। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা‍‍` ছিল তাঁর গাওয়া। যা আজও দর্শকদের হৃদয়ে গেঁথে রয়েছে। 

Link copied!