• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

হাসপাতালে শাকিরা, পারফর্ম করার মতো অবস্থায় নেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০২:৩০ পিএম
হাসপাতালে শাকিরা, পারফর্ম করার মতো অবস্থায় নেই
পপস্টার শাকিরা। ছবি: সংগৃহীত

কলম্বিয়ান পপস্টার শাকিরা। পাকস্থলির জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি। শারীরিক অসুস্থতার কারণে পেরুর নির্ধারিত কনসার্ট স্থগিত করতে বাধ্য হন তিনি।  

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে তীব্র পেটব্যথা নিয়ে পেরুর একটি হাসপাতালে ভর্তি হন ৪৮ বছর বয়সী শাকিরা। অসুস্থতার কারণে রোববার (১৬ ফেব্রুয়ারি) এবং সোমবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য কনসার্ট স্থগিত করা হয়েছে।  

নিজের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার)-এ জানান শাকিরা। রোববার সকালে এক পোস্টে তিনি লেখেন— ‍‍`দুঃখের সঙ্গে জানাচ্ছি, গত রাতে হঠাৎ পেটব্যথার কারণে আমাকে জরুরি বিভাগে যেতে হয়েছিল। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছি।‍‍`  

শাকিরা আরও জানান, বর্তমানে তিনি পারফর্ম করার মতো অবস্থায় নেই। চিকিৎসকরা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে দ্রুত সুস্থ হয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) হাসপাতাল ছাড়ার আশা প্রকাশ করেছেন তিনি।  

কনসার্ট আয়োজক ও ভক্তদের আশ্বস্ত করে শাকিরা জানিয়েছেন, তিনি দ্রুতই কনসার্টের নতুন তারিখ ঘোষণা করবেন।  

পেরুর ভক্তদের উদ্দেশে তিনি লেখেন— ‍‍`তোমাদের সবাইকে ভালোবাসি। বিষয়টি বুঝতে পারার জন্য ধন্যবাদ।‍‍`  

পাকস্থলির জটিলতার কারণে শাকিরার পেরু সফর আপাতত স্থগিত হলেও, দ্রুত সুস্থ হয়ে তিনি মঞ্চে ফিরতে চান। ভক্তরা এখন তার সুস্থতার অপেক্ষায় আছেন।

Link copied!