• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১১ চৈত্র ১৪৩০, ২৪ রমজান ১৪৪৬

ঈদে শাকিবের ‘অন্তরাত্মা’ না ‘বরবাদ’, কোনটা মুক্তি পাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৪:০০ পিএম
ঈদে শাকিবের ‘অন্তরাত্মা’ না ‘বরবাদ’,  কোনটা মুক্তি পাবে
অন্তরাত্মা সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

ঈদের মুক্তি পাওয়ার কথা ছিল শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। সিনেমার একটি গানের শুট করে নায়ক শাকিব খান দুবাই থেকে দেশে ফিরেছেন শনিবার (২২ মার্চ)। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে এখনও জমা পড়েনি সিনেমাটি। এই নিয়ে ঢালিউড পাড়ায় জোর গুঞ্জন, একাধিক জটিলতায় থমকে আছে ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা ‘বরবাদ’ এর মুক্তি প্রক্রিয়া। সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেতে একাধিক নিয়মের বাধা পেরোতে হবে।

এমন পরিস্থিতে শাকিবের ৪ বছর আগের সিনেমা হুট করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে। ২০২১ সালে শেষ হওয়া শাকিব খানের ‘অন্তরাত্মা’ সিনেমা  চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে শনিবার (২২ মার্চ) জমা পড়েছে।

এই তথ্য নিশ্চিত করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈন উদ্দিন বলেন, গতকাল শনিবার সিনেমাটি (‘অন্তরাত্মা’) জমা পড়েছে। আগামীকাল সোমবার বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখবেন। এর পর কোনো অবজারভেশন থাকলে সেটি শেষে মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এমন খবরের পর শঙ্কা জেগেছে, ঈদে মুক্তি পাচ্ছে তো শাকিবের ‘বরবাদ’? নাকি আটকে যাওয়ায় শঙ্কায় তড়িঘড়ি করে সেন্সরে জমা পড়েছে শাকিবের ৪ বছর আগের সিনেমা। যাতে এবারের ঈদে ঢালিউড খান বিহীন না কাটে।

‘অন্তরাত্মা’ পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন এবং তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা করেছেন সোহানী হোসেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও দর্শনা বণিক। সিনেমাটি ২০২১ সালের ঈদুল ফিতর মুক্তির প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়। পরবর্তীতে এক অজানা কারণে সিনেমাটি আর মুক্তি পাইনি।

এদিকে ঈদকে সামনে রেখে সিনেমা প্রেমিদের জিজ্ঞাসা ঈদে কোনটি মুক্তি পাচ্ছে, ‘অন্তরাত্মা’ না ‘বরবাদ’?

Link copied!