সুপারস্টার শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমাটির টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে এবারের রোজার ঈদে। চ্যানেল আইয়ে ঈদের দ্বিতীয় দিন সকাল সোয়া ১০টায় ‘দরদ’ প্রচার হবে।
এক বিজ্ঞপ্তিতে চ্যানেল আই জানিয়েছে এই তথ্য। ‘দরদ’ মুক্তি পায় গত বছরের ১৫ নভেম্বরে। নির্মাতা অনন্য মামুন এটিকে প্যান ইন্ডিয়ার সিনেমা বললেও সিনেমাটি কেবল কলকাতার প্রেক্ষাগৃহে আসে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারিতে।
ভারতের বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তির খুনের গল্পের সিনেমা ‘দরদ’। চিত্রনাট্যে দেখা গেছে, একের পর এক একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকেন বারানসিতে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহ পড়ে শহরের দুলু মিয়া নামের এক অটোরিকশাচালকের ওপরে। সেই দুলু মিয়া হয়েছেন শাকিব খান। সিনেমায় প্রেমের গল্পের আবরণে সাইকোথ্রিলার দেখানো হয়েছে।
‘দরদ’ সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করেছেন ভারতের সোনাল চৌহান। এ ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে।