• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

প্রশংসায় ভাসছে শাকিবের ‘আসবে আমার দিন’


মো. বাবুল
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪, ০১:৩৮ পিএম
প্রশংসায় ভাসছে শাকিবের ‘আসবে আমার দিন’
আসবে আমার দিন গানে শাকিব খান। ছবি: ফেসবুক থেকে

ইউটিউবে প্রকাশ হলো সুপারস্টার শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘তুফান’র নতুন গান ‘আসবে আমার দিন’। রোববার (১৪ জুলাই) গানটি প্রকাশ করেছে চরকি। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানের কথা, ‘বদলায় সময়, ঘোরে ভাগ্যের চাকা, কষ্টের দিন পেরিয়ে জীবনে আসে খুশির রঙিন দিন। সেই আশাতেই দিন গোনার গল্প বলে এই গান।’

আরাফাত মহসিনের সুরে এবং রেহান রসুলের কণ্ঠে ‍‘আসবে আমার দিন‍‍’ গানটিতে শাকিব খানকে প্রাণচঞ্চল দেখা গেছে। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে প্রশংসায় ভাসছেন তিনি।

গানটি দেখে একজন মন্তব্য করেছেন, “অবশেষে তুফান সিনেমার সবথেকে ভালো লাগার গানটি শুনতে পেলাম। হলে এই গানটা শুনে এত ভালো লেগেছিল, সাথে শাকিব খানের এক্সপ্রেশন মারাত্মক।” আরেকজন লিখেছেন, “তুফান মুভির পাঁচটা গানের মধ্যে নিঃসন্দেহে এই গানটা বেস্ট।”

এরইমধ্যে শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা মাত করছে সারা বিশ্ব। ইতিহাস তৈরি করেছে সিনেমার গানও। ঈদে মুক্তি পেয়েছিল ছবিটি। তবে  ছবি মুক্তির আগেই প্রকাশ পেয়েছিল  ‘লাগে উরাধুরা’ গানটি। যা দারুণভাবে পছন্দ করেছেন দর্শক। এখন তো সকলের মুখে মুখেই।

ইউটিউবে গানের গ্লোবাল তালিকায় শীর্ষে রয়েছে ‘তুফান’ সিনেমার আলোচিত গান ‘লাগে উরাধুরা’ ও দুষ্টু কোকিল।

গত ঈদে মুক্তি পায় আলফা আই প্রযোজিত ‘তুফান’। শাকিব-মিমি ছাড়াও এতে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, নাবিলা, গাজী রাকায়েত প্রমুখ। মুক্তির পঞ্চম সপ্তাহেও ছবিটি দেশের ৭৯টি প্রেক্ষাগৃহের পাশাপাশি পৃথিবীর ১৭টি দেশে রমরমা চলছে। ইতিমধ্যে ‘তুফান’-কে অলটাইম ব্লকবাস্টার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Link copied!