‘বরবাদ’-এর ফার্স্টলুকে শাকিব খানের চমক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০৬:১১ পিএম
‘বরবাদ’-এর ফার্স্টলুকে শাকিব খানের চমক
‘বরবাদ’ সিনেমায় শাকিব খান। ছবি: সংগৃহীত

সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার লুক প্রকাশ হয়েছে। এতে নতুন লুকে চমক দিয়েছেন এই নায়ক। বুধবার (১৮ ডিসেম্বর) একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ লুক প্রকাশ করা হয়। শাকিব পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছেন সিনেমার ফাস্ট লুক।

 

 

মোশন এ ফার্স্টলুক বেশ বিধ্বংসী। আগুনের লেলিহান শিখার ওপর রক্তে রঞ্জিত গাড়ি। তার ওপর অস্ত্র হাতে বসে শাকিব। তার মুখ রক্তমাখা। চোখে মুখে হিংস্রতা। এরকম লুকে প্রিয় নায়ককে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন শাকিবের অগণিত ভক্ত।  সামাজিক মাধ্যমে কেউ কেউ  লিখেছেন, এরকমই আশা করেছিলাম। একেবারে ফাটাফাটি লুক। আবার অনেকে লিখেছেন, পুরাই মাথা নষ্ট। কেউ বলছেন, পুরোই অস্থির শাকিব। 

‘বরবাদে’র মাধ্যমে শাকিবের সঙ্গে ফের জুটি বেঁধেছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। এছাড়া দুই বাংলার ডাকসাইটে শিল্পীরা থাকবেন বলে জানিয়েছেন ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয়। এর আগে শাকিব খান ইধিকা পালকে নিয়ে ‘প্রিয়তমা’ করে বাজিমাত করেছেন। আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসবে ‘বরবাদ’।
 

Link copied!