• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

দুর্ঘটনায় মারা গেলেন দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘প্রিয়তমা’র পরিবেশক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ১১:২৮ এএম
দুর্ঘটনায় মারা গেলেন দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘প্রিয়তমা’র পরিবেশক
প্রিয়তমার পোস্টার ও ডানে পরিবেশক এমএম মনজুর রহমান। ছবি: ফেসবুক থেকে

‘প্রিয়তমা’ চলচ্চিত্রের পরিবেশক এমএম মনজুর রহমান ভোট দিতে গ্রামের বাড়িতে যাওয়ার সময় এক দুর্ঘটনায় মারা গেছেন। 

চলচ্চিত্র পরিবেশক এমএম মনজুর রহমান হালের সুপারস্টার সাকিব খানের দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘প্রিয়তমা’ নিয়ে ভালো আলোচনায়  ছিলেন। 

শনিবার (৬ জানুয়ারি) ভোর রাতে পটুয়াখালী যাওয়ার সময় বাস দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান তিনি। সবশেষ শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ‘গলুই’, ‘লিডার আমিই বাংলাদেশ’ ও সিনেমাগুলো পরিবেশনা করেছিলেন প্রয়াত মনজুর রহমান।

মনজুর রহমানের মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি বলেন, ভোট দেওয়ার জন্য গ্রামের বাড়ি যাচ্ছিলেন। ভোর রাতে ঘন কুয়াশায় দুটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

শনিবার পটুয়াখালীর দশমিনা উপজেলায় আসরের নামাজের পর মনজুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়।

এ পরিবেশকের মৃত্যুতে নির্মাতা তপু খান, অপূর্ব রানা, কস্টিউম ডিজাইনার ফারাহ দিবাসহ আরও অনেকে শোক প্রকাশ করেছেন।

মনজুর রহমান প্রযোজক খোরশেদ আলম খসরুর টিওটি ফিল্মস, শাকিব খানের এসকে ফিল্মস, বেঙ্গল মাল্টিমিডিয়াসহ কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠানের চলচ্চিত্র মুক্তির পরিবেশনা করতেন।

‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে গত বছরটা যেন নতুন করে শুরু করেছিলেন শাকিব খান। বছরজুড়েই ওই সিনেমাসহ নানা কারণে আলোচনায় ছিলেন ঢালিউড কিং। এই সিনেমা দিয়ে ৪১ কোটি টাকা আয় করেছেন সিনেমার প্রযোজক।

Link copied!