• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

হঠাৎ শুটিং ছেড়ে একরাতের জন্য কলকাতায় শাকিব খান, রহস্য কী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ১১:৪৪ এএম
হঠাৎ শুটিং ছেড়ে একরাতের জন্য কলকাতায় শাকিব খান, রহস্য কী
দরদ পোস্টারে শাকিব খান। ছবি: সংগৃহীত

ঢালিউড মেগাস্টার শাকিব খান। মুম্বাইয়ে ‘বরবাদ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এই নায়ক। এরই মধ্যে হঠাৎ শুটিং ছেড়ে একরাতের জন্য কলকাতায় হাজির শাকিব খান। অবশেষে জানা গেল সেই রহস্য।

সোমবার (১১ নভেম্বর ) সন্ধ্যায় কলকাতায় একসঙ্গে ১৮টি ছবি মুক্তির তারিখ ঘোষণা করে প্রযোজনা সংস্থা এসকে মুভিজ।‘এইট্টিন অন স্ক্রিন’ শিরোনামে ২০২৬ সাল পর্যন্ত ১৮টি ছবি মুক্তির তারিখ ঘোষণা করেছে এসকে মুভিজ। যার মধ্যদিয়ে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো দুই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি।

জমকালো আয়োজনের মধ্যে কলকাতার তাজ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে টালিউডের নামজাদা তারকাদের সঙ্গে অংশ নেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। এসকে মুভিজের সঙ্গে আন্তরিক সম্পর্ক থাকায় মুম্বাইয়ে ‘বরবাদ’ ছবির শুটিংয়ের মাঝেই এক রাতের জন্য কলকাতায় উড়ে যান তিনি।

এ সময় তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন আবির, অঙ্কুশ, শাশ্বত, জিতু, অণির্বান, ঋত্বিক, ঋতুপর্ণা, শ্রাবন্তী, দর্শনা। আরও ছিলেন সৃজিত মুখার্জি, শিবুপ্রসাদ, জয়দীপ মুখার্জির মতো প্রথম সারির নির্মাতারা। এতসব তারকার ভিড়ে মধ্যমণি হয়েছিলেন শাকিব খান।

অনুষ্ঠানে উপস্থাপক মীর আফসার আলী মঞ্চে শাকিবকে মেগাস্টার সম্বোধন করে ডেকে নেন। মঞ্চে দাঁড়িয়ে তিনি যৌথ প্রযোজনা নিয়ে আলাপ করেন।

এ সময় শাকিব খান বলেন, ‘যতবারই এখানে  আসি, কখনো দুই বাংলাকে আলাদা মনে হয় না। আমার কাছে মনে হয়, এখানকার সবাই ওখানে গেলেও একই অনুভব করেন। দুই বাংলায় যৌথ প্রয়াসে সিনেমা নির্মাণ বরাবরই ইতিবাচক। এতে দুই ইন্ডাস্ট্রিই সমৃদ্ধ হয়।’

মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ’ ছবি নিয়ে এই নায়ক বলেন, ‘দরদ’ অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সঙ্গে সঙ্গে সবার ভালোবাসায় এক ঘণ্টা ট্রেন্ডিংয়ে এসেছে। যা আমাকে অভিভূত করেছে।
 

Link copied!