ঈদুল আযহায় মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘লাল শাড়ি’। ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাসসহ দেশের ১২টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন অপু বিশ্বাসের প্রাক্তন স্বামী ঢাকাই সিনেমার কিং খ্যাত অভিনেতা শাকিব খান।
শুক্রবার (৩০ জুন) বিকালে শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি বলেন— ‘‘এই ঈদে অপু–জয় প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে।’’
সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে শাকিব খান বলেন, ‘‘যতদূর শুনেছি, ‘লাল শাড়ি’ সিনেমার প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ঘিরে। বিলুপ্তপ্রায় এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন, সুখ-দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদ উৎসবে পরিবার–পরিজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’ সিনেমার পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’’
‘লাল শাড়ি’তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের থেকে প্রাপ্ত অনুদানের সিনেমা। সিনেমাটির কাহিনি ও সংলাপ রচনা করেছেন তানভীর আহমেদ সিডনী। এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক ও সুমিত। এ ছাড়া রয়েছেন— শহীদুজ্জামান সেলিম, আজম খান, রেবেকা সুলতানা, দোয়েল ম্যাশ, গৌতম সাহা প্রমুখ।