• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

এবার শাবানার সিনেমায় শাকিব খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩, ১২:৪৮ পিএম
এবার শাবানার সিনেমায় শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা। দীর্ঘ প্রায় দুই যুগ ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন তিনি। তবে আবারও শোবিজ অঙ্গনে ফিরবেন এই গুনী অভিনেত্রী। তবে এবার তাকে দেখা যাবে চলচ্চিত্র নির্মাণে। শাবানা এবং তার স্বামী প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক এবার একইসঙ্গে চলচ্চিত্র নির্মাণ করবেন। ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ করবেন তারা।

আর এই সিনেমায় নায়ক থাকবেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এবং নায়িকা হতে পারেন বলিউড অভিনেত্রী কাজল অথবা বিদ্যা বালান। এমনটাই গণমাধ্যমকে জানিয়েছেন ওয়াহিদ সাদিক।

চলচ্চিত্রটি নির্মাণ করার কথা রয়েছে কলকাতার নির্মাতা রাজীব কুমার বিশ্বাসের। আর বাংলাদেশ থেকে একজন নির্মাতা থাকবেন বলে জানা গেছে। চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।

এ প্রসঙ্গে ওয়াহিদ সাদিক বলেন, “গল্পের কারণেই একজন বলিউডের বাঙালি নায়িকা প্রয়োজন এবং এই চরিত্রটি হবে একটু বয়স্ক। তাই বর্তমানে এই দুই নায়িকার কথাই ভাবছি। আগামী ১৬ জানুয়ারি কলকাতা যাচ্ছি। তখনই নির্মাতা রাজীব কুমারকে নিয়ে নায়িকার বিষয়টি চূড়ান্ত করে ফিরব।”

ওয়াহিদ সাদিক আরও বলেন, “একইসঙ্গে সিনেমার নামও চূড়ান্ত করব এবং জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঢাকায় সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেব। সিনেমার শুটিং হবে বাংলাদেশ-ভারত ও যুক্তরাষ্ট্রে। দুই বাংলার শিল্পী-কলাকুশলীরা সমানভাবে এই সিনেমায় অভিনয় করবেন।”

চলতি বছরের শেষ দিকে বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ওয়াহিদ সাদিক। যদিও এই সিনেমায় শাবানা অভিনয় করবেন না। তিনি শুধু প্রযোজক হিসেবে থাকবেন।

শাবানা ও ওয়াহিদ সাদিক ১৯৯৭ সালের দিকে চলচ্চিত্র জগত ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হন। এরপর বেশ কয়েকবার সিনেমা নির্মাণে আসার কথা শোনা গেলেও পরিবেশ পরিস্থিতির জন্য শেষ পর্যন্ত দেখা যায়নি। তবে ঢাকার চলচ্চিত্র ফের উজ্জীবীত হয়ে ওঠায় নির্মাণে ফিরছেন তারা। এই সিনেমার মাধ্যমে শাবানার চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ‘এসএস প্রোডাকশন’ আবার চলচ্চিত্র নির্মাণে নিয়মিত হবেন বলে জানা গেছে।

Link copied!