সুপারস্টার শাকিব খান। মানুষটা ভীষণ মাটির কাছাকাছি, ঠিক যেমন এখানকার দেবদা বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের টেলিভিশনের আদরের মিঠাইরানি। মিঠাই সিরিয়ালের সুবাদে সৌমিতৃষা কুণ্ডুর জনপ্রিয়তা আকাশছোঁয়া। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এখন বড় পর্দায় পা রেখেছেন তিনি।
এই অভিনেত্রীর অভিষেক ছবি ছিল সুপারস্টার দেবের বিপরীতে। সোমবার রাতে কলকাতার এই সাত তারকা হোটেলে বসেছিল তারার হাট। সেখানে ঢালিউড স্টার শাকিব খানের পাশে দেখা গেল এই অভিনেত্রীতে। যেখানে অংশ নিতে ‘বরবাদ’ শুটিং ছেড়ে মুম্বাই থেকে কলকাতা আসেন শাকিব খান।
উপলক্ষ্য এসকে মুভিজের একসঙ্গে ১৮টি সিনেমা ঘোষণার অনুষ্ঠানে অংশ নেওয়া। অনুষ্ঠানে শাকিবের পাশে পাওয়া গেল সৌমিতৃষাকে। কালো স্লিভলেস টপ, শিমারি জ্যকেট আর শর্টসে নিজেকে মেলে ধরলেন মিঠাইরানি।
শাকিবে মুগ্ধ হয়েছেন ওপার বাংলার এই অভিনেত্রী। তিনি বলেন, ‘খুব ভালো লাগল শাকিব খানের সঙ্গে কথা বলে। আমাদের এখানকার সুপারস্টাররা, দেবদা, জিৎদা যতটা আন্তরিক, শাকিব খানও ঠিক ততটাই আন্তরিক।’
অনুষ।টানে সৌমিতৃষাকে নাকি শাকিব স্পষ্ট বলেছেন, ‘এখানকার অনেক অভিনেত্রীকেই ওপার বাংলার মানুষ অনেক পছন্দ করেন। নিশ্চয় আমরা একসঙ্গে কাজ করব’।
শাকিব কি তার পূর্ব পরিচিত? প্রশ্ন শুনে সৌমিতৃষা বলেন, ‘হ্য়াঁ, ওই আর কী! সেরকমভাবে নয়। তবে খুব আন্তরিক মানুষ। তাই তো আমরা গর্ব করে বলি আমরা বাঙালি’।
শাকিবের সঙ্গে ভবিষ্যতে কোনও প্রজেক্টে জুটি বাঁধবেন কি না, সে বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বললেন না। অভিনেত্রীর কথায়, ‘প্ল্যান করে তো জীবনে কিছু হয় না। আশা করতে পারি, যেটা জীবনে তোমার প্রাপ্য় সেটা হবেই’
এদিনের অনুষ্ঠানের মধ্যমণি হয়ে থাকলেন শাকিব। তাকে কলকাতায় স্বাগত জানিয়ে বুকে জড়ালেন সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো পরিচালকরা। দরদ পরিচালক অনন্য মামুনের সঙ্গে এদিন মঞ্চ ভাগ করে নেন শাকিব।
তিনি স্পষ্ট বলেন, ‘এখানে বসে অনেক চমৎকার চমৎকার ছবির টিজার দেখলাম, আমি খুব নার্ভাস ছিলাম দরদের টিজার দেখাতে এত ছবির সামনে। লন্ডনের সব চমৎকার সেটে তৈরি ছবি….আমাদের দরদে কিন্তু এত আয়োজন নেই। তবে ছবিটা খুব দরদ দিয়ে বানিয়েছি’।
এদিন এপার-ওপারকে মিলিয়ে দিলেন শাকিব খান। দুই বাংলা যাতে একসঙ্গে আরও কাজ করে সেই ইচ্ছে প্রকাশ করলেন সুপারস্টার শাকিব খান।