• ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০, ১৪ রমজান ১৪৪৬

প্রকাশ হলো শাকিব-ইধিকা জুটির ‘দ্বিধা’ গান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০১:০৯ পিএম
প্রকাশ হলো শাকিব-ইধিকা জুটির ‘দ্বিধা’ গান
বরবাদ সিনেমার গানে শাকিব -ইধিকা। ছবি। ভিডিও থেকে

প্রকাশ হলো শাকিব খান ও ইধিকা পাল জুটির ‘বরবাদ’ সিনেমার প্রথম গান ‘দ্বিধা’। রোমান্টিক ধাঁচের গানটিতে এই জুটির রসায়ন পছন্দ করছেন দর্শক।

ইনামুল তাহসীনের কথায় প্রীতম হাসানের কণ্ঠ ও সংগীতে গানটি শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় প্রকাশ হয়েছে।

‘বরবাদ’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। সিনেমায় আরও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু।

কিছুদিন আগে বরবাদ সিনেমার টিজার প্রকাশিত হয়েছে, যা দেখে প্রশংসা করেছেন দর্শকরা। ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে সিনেমাটি। 

Link copied!