• ঢাকা
  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২, ১ জ্বিলকদ ১৪৪৬

শাহরুখের মান্নাতে অবৈধ অনুপ্রবেশ এবং অতঃপর


তপন বকসি
প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ০৩:২২ পিএম
শাহরুখের মান্নাতে অবৈধ অনুপ্রবেশ এবং অতঃপর

‘পাঠান’ শাহরুখ খানের অভিনয় জীবনে নতুন জোয়ার এনেছে। ভারত তো বটেই, ভারতের বাইরে এ ছবির মধ্য দিয়ে শাহরুখ খান প্রবেশ করেছেন এক নতুন জীবনে। সেই সঙ্গে শাহরুখ অনুরাগীদের মধ্যেও নতুন প্রাণের উন্মাদনা লক্ষ্য করা গেছে। ‘পাঠান’ পরবর্তী এই উন্মাদনার রেশে সম্প্রতি মুম্বাইয়ে শাহরুখের বাংলো ‘মান্নাত’- এ ঘটে গেল একটি অবাক করা ঘটনা।

গুজরাটের ভারুচ থেকে ১৮ বছরের সাহিল সেলিম খান আর ১৯ বছরের রাম খুশওয়া সাত ঘণ্টার রাস্তা পেরিয়ে মার্চ মাসের প্রথম সপ্তাহে মুম্বাইয়ের বান্দ্রায় শাহরুখ খানের বাংলো ‘মান্নাত’-এ পৌঁছে গিয়েছিলেন রাত ৩টার সময়। তখন শাহরুখের বাংলো রিপেয়ারিংয়ের কাজ চলছিল। তাই রাস্তা থেকে বাংলোর বাইরের দেওয়ালের ওপর একটি মই রাখা ছিল। রাত তিনটের সময় সাহিল ও রাম সেই মই বেয়ে পাঁচিলের ওপর উঠে সেখান থেকে ঝাঁপ দিয়ে শাহরুখের বাংলোর আঙিনায় গিয়ে পড়েন। গোড়ালিতে চোটও পান ওই দুজন। নিশুতি রাতে শাহরুখ খানের বাংলোর কর্মীরাও তখন ঘুমে। কিছু না বুঝেই সাহিল ও রাম শাহরুখ খানের মেকআপ রুমে ঢুকে গিয়ে বসে থাকেন সারারাত।

এরপর সকাল সাড়ে ১০টা শাহরুখ নিজের মেকআপ রুমে ঢুকতে গিয়ে এই দুজনকে দেখতে পান। সঙ্গে সঙ্গেই তিনি তার হাউসকিপিং দপ্তরের কর্মীদের ডেকে তাদের দৃষ্টি আকর্ষণ করেন ওই দুজনের প্রতি। তারপর ‘মান্নাত’-এর রক্ষীদের হাতে তাদের দুজনকে তুলে দেওয়া হয়। এরপর শাহরুখের বাংলোর রক্ষীরা পুলিশকে ফোন করে খবর দিলে পুলিশ এসে ওই দুজনকে থানায় নিয়ে যায়। থানায় ওই দুজনকে সব কিছু জিজ্ঞাসাবাদের পর গুজরাটের ভারুচে তাদের বাবা-মাকে ফোনে এই সংবাদ দেওয়া হয়। সাহিল ও রামের বাবা-মা ভারুচ থেকে মুম্বাই এসে পৌঁছান। তারপর ২০ হাজার টাকার বন্ডে সই করিয়ে তাদের দুজনকে জামিনে মুক্তি দেওয়া হয়।

বান্দ্রার পুলিশ ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারে তাদের অন্য কোনো কু-মতলব ছিল না। শুধু ভক্ত হিসেবে তারা তাদের স্বপ্নের নায়ককে একবার সামনে থেকে দেখার জন্যই বাড়িতে কাউকে না জানিয়ে গুজরাট থেকে মুম্বাই পাড়ি দিয়েছিলেন। সকালবেলায় শাহরুখের বাংলো ‘মান্নাত’-এর রক্ষীরা যখন পুলিশের হাতে রাম ও সাহিলকে তুলে দেন, তার আগে সাহিল ও রামের ব্যথা পাওয়া পায়ের জন্য তারা প্রাথমিক শুশ্রূষাও করেন।

Link copied!