চলতি বছরটা পুরোপুরি নিজের করে নিয়েছেন বলিউড কিং শাহরুখ খান। মুক্তির পর থেকে তার অভিনীত ‘জওয়ান’ নিয়ে এখনো মাতামাতি চলছে। এর আগে বলিউডের ইতিহাসে এমন অভাবনীয় সাফল্যের মুখ দেখেনি কেউ। ইতোমধ্যেই বিশ্বব্যাপী এক হাজার ১০০ কোটির ব্যবসা করেছে ছবিটি। এবার অন্য রকম এক রেকর্ড গড়েছে কিং খানের এ ছবিটি।
‘জওয়ান’ নিয়ে সিনেমার বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল এক্সে (টুইটার) একটি পোস্ট করেছেন। সেখানে লেখেন প্রায় ৩ দশমিক ৯২ কোটি লোক হলে গিয়েছেন ‘জওয়ান’ দেখতে। হিন্দি সিনেমার ইতিহাসে যা সর্বোচ্চ।”
সুমিত কাদেল জানান, প্রেক্ষাগৃহে জওয়ান দেখতে ৩ দশমিক ৯২ কোটি লোকের পা পড়েছে। ওটিটিতে মুক্তি পাওয়ার পরও ‘জওয়ান’ চলছে সিনেমা হলে। সপ্তম সপ্তাহে- হিন্দি ২ দশমিক ২৮ কোটি, ডাবিং ভার্সন ১১ লাখ, অষ্টম সপ্তাহে হিন্দি ৮৪ লাখ, নবম সপ্তাহে (তিন দিন) ২৪ লাখ। ভারতে ছবির আয় ৫৮৩ দশমিক ৪৫ কোটি, ডাবিং ৬০ দশমিক ৪৪ কোটি। ভারতে মোট আয় ৬৪৩ দশমিক ৮৯ কোটি। আর বিশ্বব্যাপী আয় এক হাজার ১৫১ দশমিক ৭৩ কোটি।
গত ৭ সেপ্টেম্বর মুক্তি পায় ‘জওয়ান’। এই ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার। পর্দায় শাহরুখ রয়েছেন দ্বৈত চরিত্রে। এছাড়াও রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ।
ছবিটিতে ক্যামিও চরিত্রে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্তকে। আপাতত শাহরুখ খানের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন শাহরুখের নতুন মুভি ‘ডাঙ্কি’র জন্য। রাজকুমার হিরানির পরিচালনায় প্রথমবার কাজ করছেন শাহরুখ খান।