বলিউড বাদশা শাহরুখ খানের ‘ডাংকি’ ও দক্ষিণি সুপারস্টার প্রভাসের ‘সালার’ নিয়ে চলছে নানা আলোচনা। আসছে বড়দিন উপলক্ষ্যে আগামী ২২ ডিসেম্বর একই দিনে সিনেমা দুটির মুক্তি পাওয়ার কথা থাকলেও পিছিয়ে যেতে পারে শাহরুখের ‘ডাংকি’ সিনেমার মুক্তির তারিখ।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যানালিস্টদের মতে একই দিনে দুটো সিনেমা মুক্তি দেওয়া একদমই ঠিক হবে না। দুটো বড় সিনেমা একই সময় মুক্তি পেলে দুটো সিনেমারই আর্থিক ক্ষতি হবে। শুধু তাই নয়, ৩০ শতাংশ পর্যন্ত ক্ষতি হতে পারে সিনেমা দুটির।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বর্তমানে ‘ডাংকি’ সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। যদি পুরো কাজ সময়ের ভেতর শেষ হয়ে যায় তাহলে নির্ধারিত সময়ই মুক্তি পেতে পারে সিনেমাটি। তবে আসন্ন সিনেমাটি মুক্তি পিছিয়ে যাওয়া প্রসঙ্গে এখন পর্যন্ত কোন ঘোষণা আসেনি নির্মাতার তরফ থেক
এর আগে প্রযুক্তিগত সমস্যার কারণে প্রভাসের বহুল প্রত্যাশিত ছবি ‘সালার’-এর মুক্তির তারিখ পেছানো হয়েছে। ছবিটি, ২৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে বড়দিনে মুক্তি দেওয়া হচ্ছে।
প্রভাসের ‘সালার’ পরিচালনা করেছেন প্রশান্ত নীল। প্রভাস ছাড়াও অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান, এবং মীনাক্ষী চৌধুরী-সহ অন্যান্যরা। অন্যদিকে ‘ডাংকি’-তে প্রথমবার শাহরুখের সঙ্গে কাজ করছেন রাজকুমার হিরানি। শাহরুখ খানের নায়িকা হচ্ছেন তাপসী পান্নু। এছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র ও ভিকি কৌশল গুরুত্বপূর্ণ চরিত্রে।