• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শাহরুখ খানের ৫৯তম জন্মদিন আজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ১১:৫৭ এএম
শাহরুখ খানের ৫৯তম জন্মদিন আজ
শাহরুখ খান। ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন শনিবার (২ নভেম্বর)। ৫৮ পূর্ণ করে ৫৯ বছরে পা দিলেন জনপ্রিয় এই অভিনেতা। তবে শাহরুখ খানকে দেখে ২৭-২৮ বছরের টগবগে যুবকই মনে হয়। এখনো তিনি আগের মতোই রোমান্সে মাতেন সিনেমায়।

শাহরুখের জন্মবার্ষিকী ঘিরে ‘বাদশাহি’ আয়োজন করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে তার বাসভবন ‘মান্নাত’ সেজে উঠছে আলোর রোশনাইয়ে। অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছেন তার স্ত্রী গৌরী খান।

এই অনুষ্ঠানেই শাহরুখের আগামী সিনেমা ‘কিং খান’ নিয়ে আসছে আনুষ্ঠানিক ঘোষণা। যেখানে শাহরুখের সঙ্গে প্রথমবারের মত তার মেয়ে সুহানা খান অভিনয় করছেন। এতে বাবা-মেয়েকে গুরু-শিষ্যার চরিত্রে দেখা যেতে পারে বলেও জানিয়েছে গণমাধ্যমটি।

সুপারস্টার শাহরুখ খান ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়া দিল্লির এক মুসলিম পরিবারে জন্মেছিলেন। বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী ও সর্বাধিক হিট সিনেমার মালিক শাহরুখ খান। তার বাবা মীর তাজ মোহাম্মদ খান ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী ছিলেন। মা লতিফ ফাতিমা। তারা দুজনেই প্রয়াত।

যেমনটা হয়, জন্মদিনের আগের রাত থেকেই কয়েক হাজার ভক্ত ভিড় করেন শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে। কিং খানকে শুধু এক নজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে দূরদূরান্ত থেকে তারা ছুটে আসেন। কাঠফাটা রোদ, আরব সাগরের উষ্ণ দমকা হাওয়া, পুলিশের লাঠিপেটা- সবকিছু অগ্রাহ্য করে এদিন হয়ে পড়েন তারা বাধাহীন।

ভারতীয় সংবাদমাধ্যম গুলো জানিয়েছে বুধবার রাত থেকেই শাহরুখ খানের বিলাসবহুল বাড়ি মান্নাতের সামনে ভিড় জমাতে শুরু করেছেন তার ভক্তরা। দুপুর নাগাদ লোকে লোকারণ্য হয়ে যাবে বাড়ির সামনে এলাকা।

এরপর দিনের কোনো একসময়ে এক ফাঁকে শাহরুখ খান বাড়ির বেলকনিতে এসে হাত দোলাবেন ভক্তদের উদ্দেশে। ছুঁড়ে দেবেন উষ্ণ চুমু। তাতেই উচ্ছ্বাসে ফেটে পড়বেন আগত ভক্তরা। এমন ঘটনা গত দুই দশকেরও বেশি সময় ধরে কিং খানের বাড়ি মান্নাতের সামনে। এছাড়া সামাজিক মাধ্যমে রাত থেকে বয়ে যাচ্ছে শুভেচ্ছার বন্যা।

শুক্রবার রাত ১২টার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন শাহরুখ খান। এরইমধ্যে টুইটার ও ইনস্টাগ্রামের মাধ্যমে বলিউড বাদশাহকে শুভেচ্ছা জানিয়েছেন বরেণ্য অভিনতা ও সহশিল্পীরা।

শাহরুখ খানের বলিউডে অভিষেক হয় ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমাটির মাধ্যমে। এর পরের ইতিহাস কে না জানে। দীর্ঘ ৩১ বছরের ক্যারিয়ারে মোট সিনেমার অধিকাংশই হিট তার। বলিউড থেকে পেয়েছেন, কিং খান, বলিউড বাদশাহ, কিং অব রোমান্স তকমা। ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন রেকর্ড ১৪ বার। এছাড়া পেয়েছেন ‘পদ্মশ্রী’সহ দেশি-বিদেশি বহু সম্মাননা।

Link copied!