• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিয়ে বাড়িতে কালো রোদ চশমায় আগুন ঝরালেন শাহরুখ খান, নাচলেন কনের সঙ্গে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০৫:৪৪ পিএম
বিয়ে বাড়িতে কালো রোদ চশমায় আগুন ঝরালেন শাহরুখ খান, নাচলেন কনের সঙ্গে
বর ও কনের সঙ্গে শাহরুখ খান। ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খান। নাচের ছন্দে তিনি রীতিমতো হিল্লোল তোলেন। শুধু পর্দায় নয়, বিভিন্ন অনুষ্ঠানেও নাচতে দেখা যায় শাহরুখকে। এক সময় বিত্তবান পরিবারের সন্তানদের বিয়েতেও নাচতে যেতেন শাহরুখ, দলবল নিয়ে। কিন্তু গত কয়েক বছরে আর তেমন কোনও অনুষ্ঠানে নাচতে দেখা যায়নি এই বলিউডের বাদশাহকে।

চলতি সপ্তাহে অবশ্য ফের তাকে দেখা গিয়েছে দিল্লির এক বিবাহ অনুষ্ঠানে নাচতে। মঞ্চে উঠে কালো গলাবন্ধ পোশাক, কালো রোদ চশমায় আগুন ঝরালেন ৫৯ বছরের ‘সদ্য যুবা’ শাহরুখ খান।
কখনও ‘ঝুমে জো পঠান’ তো কখনও ‘প্রিটি ওম্যান’, নাচলেন কনের সঙ্গে।

তার রূপের প্রশংসা করে আউ়ড়ে নিলেন জনপ্রিয় সংলাপ। কখনও বরকে শিখিয়ে দিলেন ঠিক কী ভাবে প্রেম প্রস্তাব দিতে হবে, কী ভাবে দু’বাহু বাড়িয়ে জড়িয়ে নিতে হবে প্রেমাস্পদকে। এক সময় মঞ্চের উপর তিনি নিজেও জড়িয়ে ধরলেন আলিঙ্গনরত বর-বধূকে। তিনি যে শাহরুখ খান, আন্তরিকতার উষ্ণতা তাঁকে উজ্জ্বীবিত রাখে প্রতি মুহূর্তে।

কিন্তু কেন এত বছর পর কোনও বিয়ে বাড়ির অনুষ্ঠানে নাচতে গেলেন বাদশাহ? কত টাকা পেলেন এই নাচের অনুষ্ঠানের জন্য? নানা রকমের প্রশ্ন উঁকি দিচ্ছে অনুরাগীদের মধ্যে। সামাজিক মাধ্যমে তারা প্রশ্ন তুলেছেন, ‘কত টাকা নিয়েছেন শাহরুখ?’

সামাজিক মাধ্যমে এক মেকআপ শিল্পী শাহরুখের ভিডিও শেয়ার করেছেন। তিনিই সাজিয়েছিলেন দিল্লির কনে হর্ষিতাকে। ওই মেকআপ শিল্পী লিখেছেন, ‘শাহরুখ আপনি যে ভাবে আমার কনের সৌন্দর্যের প্রশংসা করলেন, আমার দিনটা সার্থক হয়ে গেল। আমার কঠোর পরিশ্রমের ফল পেলাম।’

এই পোস্টেই এক ব্যক্তি ওই মেকআপ শিল্পীকে জিজ্ঞাসা করেন, শাহরুখ খান এই নাচের জন্য কত টাকা নিলেন?। উত্তরে মেকআপ শিল্পী বলেন, শাহরুখ পারিবারিক বন্ধু।  তা হলে কি অতিথি হিসাবেই গিয়েছিলেন অভিনেতা? সে উত্তরও দিয়েছেন। তিনি জানান, নাচের জন্যও বিয়ে বাড়ি গিয়েছিলেন শাহরুখ।

শাহরুখ নাকি ইদানীং আর বিয়ে বাড়িতে নাচতে যান না। এ বিষয়ে সরাসরি তিনি কথা বলেছিলেন বন্ধু কর্ণ জোহরের সঙ্গে। কেন আর নাচতে যান না, কর্ণের প্রশ্নের উত্তরে শাহরুখ বলেছিলেন, “আরে আগে আমার বয়স কম ছিল, বিয়ে বাড়িতে নাচলে মনে হত জামাই বাবাজীবন নাচছে। এখন মনে হয় শ্বশুরমশাই নাচছে।” তবে, বয়স যে সংখ্যা মাত্র, তাঁর প্রমাণ স্বয়ং শাহরুখ। নতুন প্রজন্মের তাবড় অভিনেতাদের জনপ্রিয়তাকে তিনি আজও রাখেন বাঁ দিকে বুক পকেটে।

Link copied!